29 C
Dhaka
বৃহস্পতিবার, জুলাই ৩, ২০২৫

কোয়ানটাসে ভয়াবহ সাইবার হামলা, ৬ মিলিয়ন যাত্রীর তথ্য ফাঁস

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

আন্তর্জাতিক ডেস্কঃ

অস্ট্রেলিয়ার জাতীয় বিমান সংস্থা কোয়ানটাস এক বড় ধরনের সাইবার হামলার শিকার হয়েছে। এতে অন্তত ৬ মিলিয়ন যাত্রীর ব্যক্তিগত তথ্য চুরি হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। বিগত কয়েক বছরের মধ্যে এটি দেশটির সবচেয়ে বড় সাইবার তথ্য ফাঁসের ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

বুধবার এক বিবৃতিতে কোয়ানটাস জানায়, এক হ্যাকার তাদের থার্ড-পার্টি কাস্টমার সার্ভিস প্ল্যাটফর্মে প্রবেশ করে কল সেন্টার হয়ে হামলা চালায়। এতে যাত্রীদের নাম, ইমেইল, ফোন নম্বর, জন্মতারিখ এবং ফ্রিকোয়েন্ট ফ্লায়ার নম্বর হ্যাকারদের হাতে চলে যায়। তবে সংস্থাটি কোথা থেকে তথ্য ফাঁস হয়েছে, বা কোন দেশের যাত্রীদের তথ্য ক্ষতিগ্রস্ত হয়েছে, তা স্পষ্ট করেনি।

সংস্থাটি জানায়, প্ল্যাটফর্মে অস্বাভাবিক গতিবিধি লক্ষ্য করার পরই তারা দ্রুত পদক্ষেপ নেয়। কোয়ানটাসের ভাষায়, “আমরা এখনও নির্ধারণ করছি কতটুকু তথ্য চুরি হয়েছে, তবে তা উল্লেখযোগ্য পরিমাণ হতে পারে।”

ঘটনার পর কোম্পানির শেয়ারের দাম পড়ে গেছে ২.৪ শতাংশ। কোয়ানটাস জানিয়েছে, উক্ত ঘটনার কোনো প্রভাব তাদের ফ্লাইট কার্যক্রম বা নিরাপত্তায় পড়েনি।

যুক্তরাষ্ট্রের এফবিআই সম্প্রতি জানিয়েছে, ‘Scattered Spider’ নামের একটি সাইবার গোষ্ঠী এ ধরনের হামলায় সক্রিয় রয়েছে। তবে কোয়ানটাস হামলাকারীর নাম প্রকাশ করেনি।

বিমান সংস্থাটির প্রধান নির্বাহী ভ্যানেসা হাডসন বলেন, “এই ঘটনার জন্য আমরা দুঃখিত। আমাদের যাত্রীরা যেভাবে ব্যক্তিগত তথ্য আমাদের ওপর বিশ্বাস করে দেন, আমরা তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিই।”

সূত্র: রয়টার্স

- Advertisement -spot_img
সর্বশেষ

এই হার ‘জ্বালাবে’ বাংলাদেশকে

খেলাধুলা : ফর্সা মুখ টকটকে লাল হয়ে আছে! মাঠের গরম একটা কারণ অবশ্যই, সঙ্গে জেতা ম্যাচ যাচ্ছেতাইভাবে হারের গ্লানিও ছড়িয়ে...