Your Ads Here 100x100 |
---|
আন্তর্জাতিক ডেস্কঃ
সোমালিয়ার রাজধানী মোগাদিশুর বিমানবন্দরে আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষা মিশনের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম SONNA জানিয়েছে, অবতরণের সময় দুর্ঘটনাটি ঘটে এবং সঙ্গে সঙ্গে হেলিকপ্টারটিতে আগুন ধরে যায়।
হেলিকপ্টারটি ছিল আফ্রিকান ইউনিয়ন সাপোর্ট অ্যান্ড স্ট্যাবিলাইজেশন মিশন ইন সোমালিয়া (AUSSOM)-এর। এতে মোট আটজন কর্মী ছিলেন বলে জানিয়েছে SONNA। দুর্ঘটনার পরপরই হেলিকপ্টারে আগুন ছড়িয়ে পড়ে, তবে তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়।
তবে এখনো হতাহতের বিষয়টি নিশ্চিত করা হয়নি। AUSSOM-এর পক্ষ থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
বিমানবন্দরে কর্মরত ফারাহ আবদুলে রয়টার্সকে বলেন, “আমরা হঠাৎ একটা বিকট শব্দ শুনি এবং হেলিকপ্টারের ওপর ধোঁয়া ও আগুন দেখতে পাই। পুরো হেলিকপ্টারটিই ধোঁয়ায় ঢেকে যায়।”
AUSSOM বর্তমানে সোমালিয়ায় ১১,০০০-এর বেশি শান্তিরক্ষী মোতায়েন করেছে। তারা দেশটির সামরিক বাহিনীকে সহায়তা করছে জঙ্গি গোষ্ঠী আল-শাবাবের বিরুদ্ধে লড়াইয়ে। আল-কায়েদা সংশ্লিষ্ট এই সংগঠন প্রায় দুই দশক ধরে সোমালিয়ার আন্তর্জাতিক স্বীকৃত সরকারকে উৎখাতের চেষ্টা চালিয়ে যাচ্ছে, তাদের লক্ষ্য কঠোর শরিয়া আইনভিত্তিক শাসন কায়েম।
ঘটনাটি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। দুর্ঘটনার প্রকৃত কারণ ও যাত্রীদের অবস্থা জানতে আরও সময় লাগবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো।
সূত্র: রয়টার্স