29 C
Dhaka
বৃহস্পতিবার, জুলাই ৩, ২০২৫

ভারতের সঙ্গে চুক্তির সম্ভাবনা, জাপানের ওপর শঙ্কা ট্রাম্পের

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

আন্তর্জাতিক ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বাণিজ্য চুক্তি শিগগিরই হতে পারে, যা দক্ষিণ এশীয় বাজারে আমেরিকান কোম্পানিগুলোর প্রতিযোগিতামূলক অবস্থান মজবুত করবে। তবে জাপানের সঙ্গে চুক্তি নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেছেন।

মঙ্গলবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “ভারত এখন পর্যন্ত কাউকে ঢুকতেই দেয় না। তবে আমি মনে করি তারা প্রস্তুত, আর যদি তা হয়, তাহলে আমরা অনেক কম ট্যারিফে একটি চুক্তিতে পৌঁছাতে পারি।”

তিনি জানান, ভারতীয় কর্মকর্তারা ওয়াশিংটনে অতিরিক্ত সময় থেকে আলোচনা চালিয়ে যাচ্ছেন এবং দুই পক্ষই সমঝোতার পথ খুঁজছে। এদিকে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ফক্স নিউজকে বলেন, “আমরা ভারতের সঙ্গে খুব কাছাকাছি অবস্থানে আছি।”

যদিও এখনও কিছু ইস্যুতে অমিল রয়ে গেছে—বিশেষ করে অটো পার্টস, স্টিল এবং কৃষিপণ্য আমদানিতে ট্যারিফ নিয়ে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর নিউইয়র্কে এক অনুষ্ঠানে বলেন, “আমরা একটি জটিল আলোচনার মাঝামাঝি অবস্থানে আছি, তবে আমি আশাবাদী।”

অন্যদিকে ট্রাম্প বলেন, জাপান যুক্তরাষ্ট্রের চাহিদা মানছে না—বিশেষ করে মার্কিন চাল আমদানিতে অনীহা প্রকাশ করছে। এর ফলে, জাপানি পণ্যের ওপর ৩০ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত ট্যারিফ বসানোর হুমকি দেন তিনি।

সূত্র: রয়টার্স

- Advertisement -spot_img
সর্বশেষ

১ দিনের জন্য প্রধানমন্ত্রী হলেন সুরিয়া

আন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর পদ থেকে পেতংতার্ন সিনাওয়াত্রা সাময়িকভাবে বরখাস্তের পর তাৎক্ষণিকভাবে প্রধানমন্ত্রিত্ব চলে যায় দেশটির উপপ্রধানমন্ত্রী সুরিয়া জুংরুংরুয়াংকিতের...