Your Ads Here 100x100 |
---|
আন্তর্জাতিক ডেস্কঃ
গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ২০ জন নিহত হওয়ার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৬০ দিনের যুদ্ধবিরতির সম্ভাব্য চুক্তির ঘোষণায় আশার সঞ্চার হয়েছে। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র, কাতার ও মিসরের মধ্যস্থতায় ইসরায়েল চুক্তির শর্তগুলো মেনে নিয়েছে এবং এই প্রস্তাব শিগগিরই হামাসের কাছে পাঠানো হবে।
গাজার বাসিন্দারা বলছেন, এমনকি অস্থায়ী বিরতিও কিছুটা স্বস্তি এনে দিতে পারে। গাজা সিটির বাসিন্দা কামাল বলেন, “এই যুদ্ধে প্রতিদিনই প্রাণ হারাচ্ছে মানুষ। দুই মাসের বিরতিও যদি হয়, হাজারো প্রাণ বাঁচবে।”
এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ওপর যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, যদিও তার জোটের কট্টরপন্থী সদস্যরা এর বিরোধিতা করছে। তবে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সা’আর বলেছেন, যুদ্ধবিরতির মাধ্যমে জিম্মিদের মুক্তির সুযোগ থাকলে সেটি হাতছাড়া করা উচিত নয়।
হামাস এখনও আনুষ্ঠানিকভাবে ট্রাম্পের প্রস্তাবে সাড়া দেয়নি। তবে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, তারা মধ্যস্থতাকারীদের সঙ্গে বিস্তারিত ব্যাখ্যা নিয়ে আলোচনা করবে।
গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর পৃথক হামলায় মঙ্গলবারও বহু মানুষ নিহত হয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত গাজায় নিহত হয়েছে ৫৬,০০০-এর বেশি মানুষ।
ট্রাম্পের কথায় নতুন করে আশাবাদ তৈরি হলেও চূড়ান্ত সিদ্ধান্তের জন্য এখনো অপেক্ষায় বিশ্ববাসী।