26.6 C
Dhaka
বৃহস্পতিবার, জুলাই ৩, ২০২৫

লন্ডনের রাস্তায় নাচলেন প্রিয়াংকা-নিক, কেমিস্ট্রিতে মুগ্ধ নেটিজেনরা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

বিনোদন ডেস্কঃ

বলিউড-হলিউডের জনপ্রিয় দম্পতি প্রিয়াংকা চোপড়া ও নিক জোনাস ফের ভাইরাল সামাজিক মাধ্যমে। এবার লন্ডনের এক রাস্তায় প্রকাশ্যে ধরা দিল তাদের দুষ্টুমিভরা রোমান্টিক কেমিস্ট্রি। প্রিয়াংকার নতুন সিনেমা ‘হেডস অফ স্টেট’-এর লন্ডন প্রিমিয়ারের আগে একটি মজার ভিডিও ছড়িয়ে পড়ে অনলাইনে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, নিক জোনাস ক্যামেরা স্টার্ট করে পেছনে সরে যান। তখন প্রিয়াংকা হঠাৎই ‘বুম বুম’ গানের তালে কোমর দুলিয়ে নাচতে শুরু করেন। পরনে তার একটি আকর্ষণীয় গাউন। কিছুক্ষণের মধ্যেই নিকও যোগ দেন সেই নাচে। স্বামী-স্ত্রীর এই স্নিগ্ধ মুহূর্তে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা।

একজন মন্তব্য করেন, “এই দম্পতির কেমিস্ট্রি এক কথায় অনন্য।” আরেকজন লেখেন, “এই যুগল নিঃসন্দেহে আমার প্রিয়। এমন একজন পুরুষ সঙ্গী প্রত্যেক নারীর প্রাপ্য, যিনি সবসময় তার সঙ্গিনীকে সম্মান করেন।”

প্রিয়াংকার নতুন সিনেমা ‘হেডস অফ স্টেট’-এ তার সঙ্গে রয়েছেন ইদ্রিস এলবা ও জন সিনা। অ্যাকশন-কমেডি ঘরানার ছবিটি পরিচালনা করেছেন ইলিয়া নাইশুলার। আজ বুধবার (২ জুলাই) ছবিটি মুক্তি পাচ্ছে বিশ্বব্যাপী।

প্রিয়াংকা ও নিকের এই ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। তারকা দম্পতির রসায়ন আবারও প্রমাণ করল, তারা শুধুই তারকা নন—একসঙ্গে থাকার এক দারুণ উদাহরণও।

- Advertisement -spot_img
সর্বশেষ

যুবলীগ নেতাকে ধরতে বাড়ি ঘেরাও, অতঃপর …

খবরের দেশ ডেস্ক : রাজশাহী মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনিকে ধরতে একটি ভবন ঘেরাও করা হয়। বুধবার...