Your Ads Here 100x100 |
---|
আন্তর্জাতিক ডেস্কঃ
থাইল্যান্ডে বিরল এক রাজনৈতিক মুহূর্তে জন্ম দিয়েছেন অভিজ্ঞ রাজনীতিবিদ সুরিয়া জুংরুংরুয়াংকিত। মাত্র এক দিনের জন্য দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন তিনি।
প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা বরখাস্ত হওয়ায় বুধবার সাময়িকভাবে দায়িত্ব পান ৭০ বছর বয়সী সুরিয়া, যিনি বর্তমানে দেশটির যোগাযোগমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রী পদে আছেন।
ব্যাংককে আয়োজিত প্রধানমন্ত্রী কার্যালয়ের ৯৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে অংশ নিয়ে অস্থায়ী প্রধানমন্ত্রী হিসেবে দিনের কর্মসূচি শুরু করেন তিনি।
তবে মজার বিষয় হলো, যে কার্যালয়ের ৯৩ বছর পূর্তি, সেখানে সুরিয়ার মেয়াদ ৯৩ ঘণ্টাও নয়—মাত্র এক দিন!
সাংবাদিকরা এ নিয়ে জানতে চাইলে তিনি প্রশ্ন এড়িয়ে বলেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো একটি কাগজে সই করা—যার মাধ্যমে কাল আমার উত্তরসূরির কাছে দায়িত্ব হস্তান্তর করতে পারব।”
পেতংতার্নের বিরুদ্ধে মন্ত্রীদের জন্য নির্ধারিত নৈতিকতা লঙ্ঘনের অভিযোগ উঠেছে। আদালতের ভাষায়, কম্বোডিয়ার সঙ্গে কূটনৈতিক বিতর্কে জড়িয়ে তিনি ওই মানদণ্ড ভঙ্গ করেছেন।
বিবিসির দাবি, কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনকে ‘চাচা’ সম্বোধন করে একটি ফাঁস হওয়া ফোনালাপই বিতর্কের সূত্রপাত।
সুরিয়া পরিচিত ‘রাজনৈতিক হাওয়ায় ভেসে চলা’ রাজনীতিবিদ হিসেবে—যে দলে ক্ষমতা, সেদিকেই তাঁর আনুগত্য।
বৃহস্পতিবার মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথের মধ্য দিয়ে দায়িত্ব নেবেন ফুমথাম উইচায়াচাই। আর সুরিয়ার ‘এক দিনের প্রধানমন্ত্রিত্ব’ পরিণত হবে থাই রাজনীতির এক ব্যতিক্রমী অধ্যায়ে।