Your Ads Here 100x100 |
---|
আন্তর্জাতিক ডেস্কঃ
বলিউডের ভৌতিক ঘরানার জনপ্রিয় সিনেমা ‘১৯২০’-এর মাধ্যমে অভিষেক হয়েছিল আদা শর্মার। এরপর ‘দ্য কেরালা স্টোরি’সহ একাধিক সিনেমায় তার অভিনয় দর্শকদের মন জয় করেছে। সামাজিক মাধ্যমেও সক্রিয় এই অভিনেত্রী সম্প্রতি একটি দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।
আদা শর্মা নিজের আসন্ন অ্যাকশন থ্রিলার সিনেমার শুটিং সেটে মধ্যরাতে স্টান্টের মহড়ায় অংশ নেওয়ার সময় নাকে আঘাত পান। এই আঘাতের ফলে তার নাকে গুরুতর চোট লেগেছে। তথাপি কাজ থামাননি আদা। পেশাদারিত্বের নজির দেখিয়ে তিনি ব্যথা সত্ত্বেও শুটিং চালিয়ে যান।
এক সাক্ষাৎকারে আদা শর্মা বলেন, “ব্যথা তো সাময়িক। সিনেমার কাজ শেষ করতে হবে। যে রাতে আমার চোট লেগেছে, সেই সময় একটি মিউজিক ভিডিওর শুটিং করছিলাম।” তিনি আরও জানান, আঘাতের পর আইস প্যাক ব্যবহার করেছেন এবং মেকআপ দিয়ে ফোলা অংশ ঢেকে শুটিং চালিয়ে গেছেন।
এই দুর্ঘটনার মধ্যেও আদা শর্মার মনোবল আগের থেকে শক্তিশালী হয়েছে বলে জানান ভক্তরা। তার এই পেশাদারিত্ব ও সাহস অনেকের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়িয়েছে।
আদা শর্মার কাজের প্রতি নিষ্ঠা ও সাহসের এই গল্প বলিউডে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। আগামী দিনে তার আরও সফলতার প্রত্যাশা করছেন চলচ্চিত্র প্রেমীরা।