29 C
Dhaka
বৃহস্পতিবার, জুলাই ৩, ২০২৫

তিন বিভাগে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

খবরের দেশ ডেস্কঃ

আগামী কয়েকদিন দেশের খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে ভারি বর্ষণের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর ফলে দেশের বেশিরভাগ এলাকায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানানো হয়েছে।

বুধবার (২ জুলাই) আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ৯টা পর্যন্ত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে উপকূলীয় তিন বিভাগে কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

পরবর্তী ৪৮ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, শুক্রবার (৪ জুলাই) খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং অন্যান্য বিভাগে কিছু কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেসঙ্গে কোথাও কোথাও ভারি বর্ষণ এবং তাপমাত্রা সামান্য কমতে পারে।

শনিবার (৫ জুলাই) বৃষ্টিপাত আরও বাড়তে পারে। ওইদিন দেশের প্রায় সব বিভাগেই বৃষ্টি হতে পারে। বিশেষ করে কোথাও কোথাও অতি ভারি বৃষ্টিপাতের আশঙ্কাও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং নদীভাঙনপ্রবণ ও পাহাড়ি এলাকার বাসিন্দাদের অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

এই হার ‘জ্বালাবে’ বাংলাদেশকে

খেলাধুলা : ফর্সা মুখ টকটকে লাল হয়ে আছে! মাঠের গরম একটা কারণ অবশ্যই, সঙ্গে জেতা ম্যাচ যাচ্ছেতাইভাবে হারের গ্লানিও ছড়িয়ে...