29 C
Dhaka
বৃহস্পতিবার, জুলাই ৩, ২০২৫

ইরান পার্লামেন্টের নতুন আইন অনুযায়ী ইউএন পারমাণবিক সংস্থার সঙ্গে সহযোগিতা স্থগিত

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

আন্তর্জাতিক ডেস্কঃ

ইরানের পার্লামেন্ট গত সপ্তাহে পাস করা একটি আইনের কার্যকরী ঘোষণা করেছেন প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। বুধবার (২ জুলাই) ইরান সরকার আনুষ্ঠানিকভাবে জানায়, তারা জাতিসংঘের পারমাণবিক তদারকি সংস্থা (আইএইএ)–এর সঙ্গে সহযোগিতা স্থগিত রাখবে।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরান অভিযোগ করছে, আইএইএ পশ্চিমা দেশের সঙ্গে পক্ষপাতদুষ্ট আচরণ করছে এবং ইসরায়েলের বায়ু হামলার জন্য একটি ন্যায্যতা প্রদান করছে। উল্লেখ্য, ইসরায়েল আইএইএ বোর্ডের ঘোষণা অনুসরণ করে ইরানের বিরুদ্ধে পদক্ষেপের এক দিন পরই হামলা চালায়।

নতুন আইনে বলা হয়েছে, ইরানের পারমাণবিক স্থাপনার ওপর ভবিষ্যতে কোনও পরিদর্শন করতে চাইলে তা তেহরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের অনুমোদন নিতে হবে।

আইএইএ থেকে জানানো হয়েছে, “আমরা এই প্রতিবেদনগুলি সম্পর্কে অবগত। ইরানের কাছ থেকে আরও সরকারিভাবে তথ্য পাওয়ার অপেক্ষায় রয়েছি।”

অন্যদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রী আব্বাস আরাকচি মার্কিন সিবিএস নিউজকে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ফোর্ডো পারমাণবিক স্থাপনায় বোমা হামলা ‘গুরুতর ও ব্যাপক ক্ষতি’ করেছে।

আন্তর্জাতিক সম্প্রদায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার জন্য চাপ সৃষ্টি করছে, যেখানে ইরানের সঙ্গে পারমাণবিক বিষয়ক উত্তেজনা ক্রমেই বাড়ছে।

সূত্র: রয়টার্স

- Advertisement -spot_img
সর্বশেষ

ওয়াশিংটনের সঙ্গে শুল্ক চুক্তি নিয়ে তৎপর ঢাকা

খবরের দেশ ডেস্ক : ওয়াশিংটনের সঙ্গে শুল্ক চুক্তি করার ক্ষেত্রে প্রচলিত আন্তর্জাতিক বাণিজ্য চর্চা ও দ্বিপক্ষীয় সুবিধার মধ্যে সামঞ্জস্য রাখার...