29 C
Dhaka
বৃহস্পতিবার, জুলাই ৩, ২০২৫

ট্রাম্পের হুমকির জবাবে মামদানি: ‘আমি ভয় পাই না’

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

আন্তর্জাতিক ডেস্কঃ

নিউ ইয়র্ক সিটির ডেমোক্র্যাট মেয়র পদপ্রার্থী জোহরান মামদানী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিতে ভয় পাচ্ছেন না স্পষ্ট জানিয়েছেন। ট্রাম্প তাকে ‘পাগল’ ও ‘কমিউনিস্ট’ বলে আক্রমণ করে হুঁশিয়ারি দিয়েছিলেন, যদি মামদানী অভিবাসন সংস্থা আইসিই-এর কার্যক্রম নিউ ইয়র্কে বাধা দেন, তবে তাকে গ্রেফতার করে নাগরিকত্ব থেকে বঞ্চিত করা হবে।

মামদানী বলেন, “প্রেসিডেন্ট আমাকে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর হুমকি দিয়েছেন শুধুমাত্র আমি আইসিই-এর নির্যাতন থামানোর চেষ্টা করায়। আমি কোনো আইন ভঙ্গ করিনি এবং এই ভয়ভীতিতে বিন্দুমাত্র নড়বড় করব না।” দ্য ইন্ডিপেন্ডেন্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, “এই হুমকি শুধু আমার জন্য নয়, বরং এটি এমন একটি বার্তা যে, যারা মুখ খুলবে, তাদের পিছু ধাওয়া করা হবে।”

মামদানী নিউ ইয়র্কের বর্তমান মেয়র এরিক অ্যাডামসকেও সমালোচনা করেছেন। তিনি বলেন, “ট্রাম্পের প্রশংসা পাওয়া আশ্চর্যজনক নয়, বরং এটাই প্রমাণ করে কেন এরিক অ্যাডামসের সময় শেষ হওয়া উচিত।”

ভারতীয় বংশোদ্ভূত মামদানী ১৯৯৮ সালে সাত বছর বয়সে আমেরিকায় আসেন। প্রগতিশীল যুবসমাজের মধ্যে তার জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। অনেকেই তাঁকে আমেরিকান সমাজতন্ত্রের নতুন প্রতীক হিসেবে দেখছেন। আসন্ন নভেম্বর নির্বাচনে নিউ ইয়র্ক মেয়র পদে তার প্রতিদ্বন্দ্বিতা হবে।

 

- Advertisement -spot_img
সর্বশেষ

তত্ত্বাবধায়ক সরকারে একমত, গঠন প্রক্রিয়ায় ভিন্নমতঃ ঐকমত্য কমিশন

খবরের দেশ ডেস্ক : নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠনে একমত সংস্কারের সংলাপে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলো। তবে গঠন পদ্ধতি নিয়ে ভিন্নমত...