29.2 C
Dhaka
শুক্রবার, জুলাই ৪, ২০২৫

এনসিপির নেতৃত্বে নদী ও সীমান্ত সুরক্ষা আন্দোলন শিগগিরই শুরু হবে

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
শেখ হাসিনা গত ১৬ বছর মানুষের অধিকার হরণ করেছেন, গুম-খুন করেছেন, তার বিচার নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। গতকাল বুধবার সন্ধ্যায় লালমনিরহাট শহরের মিশন মোড়ে আয়োজিত পথসভায় এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, যারা সন্ত্রাসী বাহিনীর সদস্য ছিল, তাদের গ্রেপ্তার করা হয়নি, বিভিন্ন স্থানে তাদের পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে, সেই সব চেষ্টাকে গণ-অভ্যুত্থানবিরোধী হিসেবে গণ্য করে প্রতিহত করতে হবে।
এনসিপির আহ্বায়ক বলেন, ‘আমাদের এই দল গঠনের কোনো দরকার ছিল না।
জুলাই-আগস্টের আন্দোলনে শহীদদের যে আত্মত্যাগ, সেটার ঋণ পরিশোধ করতে এবং বাংলাদেশের মানুষের আহ্বানে এই দল গঠন করতে হয়েছে।’

 

তিনি আরো বলেন, ‘আপনারা আমাদের সহায়তা করুন, সহযোগিতা করুন। বাংলাদেশের তরুণেরা নতুন স্বপ্ন নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে চাচ্ছে, লালমনিরহাটকে এগিয়ে নিতে চাচ্ছে, সেই লড়াইয়ে আমরা এক সঙ্গে থাকব।’

লালমনিরহাটে নাহিদ ইসলাম বলেন, ‘ভারত অন্যায্যভাবে আমাদের নদীর পানির হিস্যা বুঝিয়ে দেয় না।

এনসিপির নেতৃত্বে নদী ও সীমান্ত সুরক্ষা আন্দোলন শিগগিরই শুরু হবে। আমরা এ অঞ্চলের মানুষের নদীর অধিকার, সীমান্তে বেঁচে থাকার অধিকার আদায় করে ছাড়ব।’

 

এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের সভাপতিত্বে পথসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন দলের মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী।

এর আগে দুপুরে কুড়িগ্রামের ঘোষপাড়া ও রাজারহাটের পথসভায় নাহিদ ইসলাম বক্তব্য দেন।

সেখানে তিনি বলেন, ‘চট্টগ্রামের পটিয়ায় গণ-অভ্যুত্থানের সৈনিকদের ওপর পুলিশ যে হামলা করেছে তা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। শিক্ষার্থীদের গায়ে অন্যায়ভাবে কেউ হাত তুললে তার পরিণতি ভালো হবে না। যারাই জনগণের বিরুদ্ধে দাঁড়াবে, চাঁদাবাজ-দখলদারদের পক্ষে দাঁড়াবে, তাদের বিরুদ্ধে বারবার গণ-অভ্যুত্থান তৈরি হবে।
- Advertisement -spot_img
সর্বশেষ

এবার উপস্থাপনায় চিত্র নায়ক “জায়েদ খান “

বিনোদন ডেস্ক: ফ্যাসিস্ট হাসিনার পতনের সময়ে তার দোসরেরা অনেকেই তল্পাতল্পি গুছিয়ে দেশ থেকে পালিয়েছে। তাদের মধ্যে অন্যতম বাংলাদেশের তথাকথিত চিত্রনায়ক...