Your Ads Here 100x100 |
---|
আন্তর্জাতিক ডেস্ক :
থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর পদ থেকে পেতংতার্ন সিনাওয়াত্রা সাময়িকভাবে বরখাস্তের পর তাৎক্ষণিকভাবে প্রধানমন্ত্রিত্ব চলে যায় দেশটির উপপ্রধানমন্ত্রী সুরিয়া জুংরুংরুয়াংকিতের কাছে। গতকাল বুধবার শুধু এক দিনের জন্য এই দায়িত্ব পালন করেন ৭০ বছর বয়সী সুরিয়া। খবর এএফপির।
খবরে বলা হয়, দেশটির যোগাযোগমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী সুরিয়া জুংরুংরুয়াংকিত ব্যাংকককে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে অস্থায়ী প্রধানমন্ত্রী হিসেবে তার কর্মদিবস শুরু করেন।
ওই অনুষ্ঠানে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় স্থাপনের ৯৩তম বার্ষিকী উদযাপন করা হয়। তবে মজার বিষয় হলো, যে কার্যালয়ের ৯৩ বছর পূর্তি, তার দায়িত্বে সুরিয়া থাকছেন না ৯৩ ঘণ্টাও।
কারণ, আজ বৃহস্পতিবার (৩ জুলাই) তার উত্তরসূরির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে তাকে। আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত হবেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী ফুমথাম উইচায়াচাই।
ইতিমধ্যে ক্ষমতাসীন ফেউ থাই পার্টি জানিয়েছে, মন্ত্রিসভার পুনর্বিন্যাসে ফুমথাম নতুন সহকারী প্রধানমন্ত্রী হচ্ছেন, যা পদমর্যাদায় উপপ্রধানমন্ত্রীর চেয়েও উচ্চতর। এ কারণেই সুরিয়ার স্বল্পমেয়াদি প্রধানমন্ত্রিত্ব শেষ হচ্ছে।
থাইল্যান্ডের সাংবিধানিক আদালত মঙ্গলবার জানায়, কম্বোডিয়ার সঙ্গে কূটনৈতিক টানাপড়েনে মন্ত্রীদের জন্য নির্ধারিত নৈতিকতার মানদণ্ড লঙ্ঘনের অভিযোগে পেতংতার্নের বিরুদ্ধে ‘যথেষ্ট ভিত্তি’ রয়েছে। সে কারণে তার প্রধানমন্ত্রিত্ব স্থগিত করা হয়।