26.8 C
Dhaka
বৃহস্পতিবার, জুলাই ৩, ২০২৫

এই হার ‘জ্বালাবে’ বাংলাদেশকে

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খেলাধুলা :
ফর্সা মুখ টকটকে লাল হয়ে আছে! মাঠের গরম একটা কারণ অবশ্যই, সঙ্গে জেতা ম্যাচ যাচ্ছেতাইভাবে হারের গ্লানিও ছড়িয়ে তাসকিনের মুখের ওই লাল আভায়। ম্যাচ তাসকিন আগেও হেরেছেন। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে যেভাবে হেরেছেন, তা নিয়ে যারপরনাই বিব্রত জাতীয় দলের এই পেসার।
‘কোন ব্যাখ্যা নেই।
(তানজিদ হাসান) তামিম যখন ব্যাট করছিল, তখন মনে হয়েছিল ৫-৬ ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে যাব। কিন্তু এরপর যা হয়েছে, তা নিয়ে কিছু বলার নেই। আপনারা সবাই দেখেছেন’, একটু বিরতি নিয়ে তাসকিন বলেন,‘ক্রিকেটে এমনটা হয়। হুট করে অনেক কিছু ঘটে যায়।
এটার কোন ব্যাখ্যা নেই। আমি স্যরি। তবে এটা আমাদের, আপনাদের সবার দল। আমাদের একটু সমর্থন দিবেন’।
৪৭ রানে ৪ উইকেট নিয়ে বাংলাদেশকে জয়ের স্বপ্ন দেখানো তাসকিনের এই আকুতি বলে দেয়, আশাব্যঞ্জক শুরুর পরও দলের ওভারে অনাকাঙ্খিত রেকর্ডের লজ্জায় মুখ লুকাতে দেখে! ২০২০ সালে নেপালের বিপক্ষে ৮ রানের ব্যবধানে ৭ উইকেট হারিয়েছিল যুক্তরাষ্ট্র। গতকাল ৫ রানে ৭ উইকেট খোয়ানোয় সেই রেকর্ডটি এখন বাংলাদেশের।

তাই প্রথম ওয়ানডের পর প্রেমাদাসার প্রেস কনফারেন্স রুমে বারবার একই ধরণের প্রশ্ন গেছে তাসকিন আহমেদের কাছে। শব্দ আর বাক্যের এদিক-সেদিক করে উত্তর দিয়ে গেছেন তিনি। ১ উইকেটে ১০০ রানের পর এমন ভ‚মিধ্বসের পেছনে কী কী কারণ থাকতে পারে? মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ অবসরে যাওয়ায় মিডল অর্ডারে ফর্মহীনতায় মলিন লিটন দাসকে।

তাতেই কী নাজমুল হোসেনের রান আউটের পর দুর্দান্ত এক ক্যাচে তানজিদের বিদায়ে ভয় হানা দিয়েছিল বাংলাদেশের ড্রেসিংরুমে? তাসকিন পরোক্ষে ভয়ের ব্যাপারটি স্বীকার করে নেন,‘মাঝখানে একটু প্যানিক অ্যাটাকের মত হয়েছে, এসবক্ষেত্রে এমনটাই হয়।’ ক্রিকেটীয় অনিশ্চয়তার কথা বলেও অবশ্য নিজের মনকে শান্ত করতে পারছেন না তাসকিন,‘এটা আসলে কী বলব…। কিছু বলার নাই। আমি জানি, এই হারের পর আমাদের কারোর ঠিকমত ঘুম হবে না। সবারই খুব খারাপ লাগছে।’

 

এই খারাপলাগা নিয়ে বসে থাকারও উপায় নেই। কারণ, ৫ জুলাইন প্রেমাদাসাতেই অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ। সেই ম্যাচে ঘুরে দাঁড়াতে চান তাসকিন,‘সিরিজের এখনো দুটা খেলা বাকি। আজ (বুধবার) খারাপ খেলেছি। তবু আপনাদের একটু সমর্থন চাই। চেষ্টা করব যেন ঘুরে দাঁড়াতে পারি।’

দুঃসময়ে কিছু সত্য বেরিয়ে আসে। এই যেমন তাসকিন বেদনাক্লিষ্ট মনে জানিয়ে দিলেন,‘আমাদের পাইপলাইনে তো আর খুব বেশি ক্রিকেটার নেই। এই ধরেন, ১৫-২০। এদের নিয়ে আমাদের খেলতে হয়। তাই যা করার, আমাদেরই করতে হবে।’

শ্রীলঙ্কায় সংবাদ সম্মেলন শুরু হয় ইংরেজি দিয়ে, এরপর বাংলায়। ম্যাচের পর নানা ব্যস্ততায় তাসকিনের বেলায় ইংরেজি ও বাংলার সেই ধারাবাহিকতা থাকেনি। এই বাংলা তো স্থানীয় কেউ প্রশ্ন করছেন ইংরেজিতে। তাতে একই প্রশ্নের উত্তর একাধিকবার দিতে হয়েছে তাসকিনকে। আকষ্মিক ব্যাটিং বিপর্যয় আর উইকেট নিয়ে একাধিক প্রশ্ন হয়েছে। উইকেট সংক্রান্ত প্রশ্নে তাসকিনের যেন বিশ্বাসই হচ্ছে যে, তাঁর দল এমন ব্যাটিং বিপর্যয়ের শিকার হয়েছে,‘উইকেট ভাল ছিল। এটা ঠিক যে, এখানে পরে ব্যাটিং করা একটু ঝামেলার। তবে যা হয়েছে, তা কেউ আশা করেনি।’

এর ফাঁকে এমন ব্যাটিং সহায়ক উইকেটে নিজের বোলিং সাফল্য নিয়ে খুব বেশি বলার সুযোগ পাননি তাসকিন,‘বোলিংয়ে আমরা ভাল করেছি। হয়ত আরেকটু ভাল করতে পারতাম। উইকেট কঠিন ছিল না। জাকের আলী কী সুন্দর ব্যাটিং করে ফিফটি করল। আসলে ভাবতে পারিনি যে আমরা ম্যাচটা এই অবস্থা থেকে হেরে যাব।’

পত্রিকার ডেডলাইনের তাড়া আর এমন বিস্ময়কর ব্যাটিং বিপর্যয়ের পর আসলেই বলার কিছু থাকে না! ৭৭ রানে শ্রীলঙ্কার কাছে এই হার তেমন কিছু নয়। কিন্তু ৫ রানের স্রোতে ৭ উইকেট ভেসে যাওয়ার ঘটনা আজীবন কাঁটা হয়ে খোঁচাবে বাংলাদেশের ক্রিকেটকে!

- Advertisement -spot_img
সর্বশেষ

নিজের নামে সুগন্ধি এনে বিতর্কে ট্রাম্প

  আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বিতর্কে। এবার নিজের নামে সুগন্ধি পণ্য বাজারে এনেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ...