29.2 C
Dhaka
শুক্রবার, জুলাই ৪, ২০২৫

‘লাল-সবুজের পতাকা নিয়ে গলায় আইডি কার্ড ঝুলিয়েছিলাম, আমার লাশটা যেন শনাক্ত করা যায়’ – মুত্তাকিন ইসলাম

জনপ্রিয়
খবরের দেশ ডেস্ক :
শেখ হাসিনা সরকার পতনের পরপরই সাড়া ঢাকা শহর জনতার উল্লাসের শহরে পরিণত হয়েছিল।  তার আগে জুলাইয়ে ঢাকার কাজলাতে ব্রিজের উপর লাল সবুজের পতাকা উড়িয়ে ভাইরাল হওয়া ছেলেটির নাম মুত্তাকিম ইসলাম। তিনি ছাত্রদলের রাজনীতিতে যুক্ত ।
মুত্তাকিন ইসলাম আবেগ প্রবণ হয়ে বলেন- ‘ সেদিন সকাল দশটা এগারোটার পরই আমি নিজেকে আন্দোলনে সম্পৃক্ত করি। হাতে একটি পানির বোতল নিয়েছিলাম টি-শার্টটি খুলে ফেলেছিলাম আমার। গলায় আইডি কার্ড ঝুলিয়েছিলাম , যদি গুলিবিদ্ধ হই তারপর আমার লাশটা যেন শনাক্ত করা যায়’।
ফেসবুকে অনেকে লিখেছেন অনেক মন্তব্য। কেউ লিখেছেন-
‘এই ভাইটাকে শ্রদ্ধা। সেই সময় এই ভাই খুবই সাহসী ভূমিকা রেখেছেন। তার পরিচয় জেনে আনন্দিত হলাম’।
‘ঐ সময়ে আরো একজন ভাই এসে যোগ দিল এবং দুই জন হাতে হাত ধরে পতাকা তুলে ধরলো – তার পরিচয়টাও জানা দরকার’।
কেউ লিখেছেন-
‘তোরা বেচে থাক,, ক্ষনে ক্ষনে জন্ম নিয়ে দেশ মাতৃকাকে রক্ষা করিস’
‘কাজলা ব্রিজের উপর। আমি নিজেও ঐতিহাসিক ঘটনার সাক্ষী’
কেউ লিখেছেন-
‘এইটা ছিলো সম্ভবত জুলাইয়ের ১ম ইন্সপায়ার্ড বা ভাইরাল ভিডিও’
‘মৃত্যুর মুখে দাঁড়িয়ে স্লোগান দেওয়ার নামি ছাত্রদল। জাতীয়তাবাদী ছাত্রদল সংগঠনটা নাম শুনলে মনের ভিতর একটা প্রতিবাদী কাজ করে। নিজের সকল বিষয় বাদ দিয়ে রাষ্ট্রের সকল কাজে নিজেকে বিলিয়ে দিও নাম জাতীয়তাবাদী ছাত্রদল’।
জুলাইয়ের অন্যতম আইকনিক ফ্রেম ছিলো এটা।
তবে ভালো লাগতো যদি হাসপাতাল গুলোতে ঘুরে ঘুরে বলতেন অমুক অমুক আমাদের ছাত্রদলের কর্মী তাদের চিকিৎসা নিশ্চিতের জন্য আমরা এই এই করলাম।
- Advertisement -spot_img
সর্বশেষ

পুতিনের সঙ্গে ফোনালাপে হতাশ ট্রাম্প, জেলেনস্কির সঙ্গে আজ কথা বলবেন

  আন্তর্জাতিক ডেস্কঃ রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপে “হতাশ” হয়েছেন।...