‘এই ভাইটাকে শ্রদ্ধা। সেই সময় এই ভাই খুবই সাহসী ভূমিকা রেখেছেন। তার পরিচয় জেনে আনন্দিত হলাম’।
‘ঐ সময়ে আরো একজন ভাই এসে যোগ দিল এবং দুই জন হাতে হাত ধরে পতাকা তুলে ধরলো – তার পরিচয়টাও জানা দরকার’।
কেউ লিখেছেন-
‘তোরা বেচে থাক,, ক্ষনে ক্ষনে জন্ম নিয়ে দেশ মাতৃকাকে রক্ষা করিস’
‘কাজলা ব্রিজের উপর। আমি নিজেও ঐতিহাসিক ঘটনার সাক্ষী’
কেউ লিখেছেন-
‘এইটা ছিলো সম্ভবত জুলাইয়ের ১ম ইন্সপায়ার্ড বা ভাইরাল ভিডিও’
‘মৃত্যুর মুখে দাঁড়িয়ে স্লোগান দেওয়ার নামি ছাত্রদল। জাতীয়তাবাদী ছাত্রদল সংগঠনটা নাম শুনলে মনের ভিতর একটা প্রতিবাদী কাজ করে। নিজের সকল বিষয় বাদ দিয়ে রাষ্ট্রের সকল কাজে নিজেকে বিলিয়ে দিও নাম জাতীয়তাবাদী ছাত্রদল’।
জুলাইয়ের অন্যতম আইকনিক ফ্রেম ছিলো এটা।
তবে ভালো লাগতো যদি হাসপাতাল গুলোতে ঘুরে ঘুরে বলতেন অমুক অমুক আমাদের ছাত্রদলের কর্মী তাদের চিকিৎসা নিশ্চিতের জন্য আমরা এই এই করলাম।