Your Ads Here 100x100 |
---|
জাককানইবি প্রতিনিধিঃ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) শুরু হয়েছে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি। বুধবার (২ জুলাই) দুপুরে নতুন কলা ভবনের সামনের পুকুরপাড়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।
উদ্বোধনী আয়োজনে উপাচার্য কয়েকটি নারিকেল গাছের চারা রোপণ করেন। এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, প্রথম পর্যায়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিম, জারুল, বকুল, কদম, কৃষ্ণচূড়া, নারিকেল, পাতাবাহার, বেল, জলপাই, রঙ্গন ও বেলীসহ প্রায় দুই শতাধিক গাছের চারা রোপণ করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. এ. এইচ. এম. কামাল, আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ, প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমানসহ বিভিন্ন অনুষদ ও বিভাগীয় শিক্ষকবৃন্দ।
বৃক্ষরোপণের এই চারাগুলো সরবরাহে সহায়তা করেছে বাংলাদেশ বন বিভাগ, ময়মনসিংহ ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠান দুটি থেকে স্বল্প মূল্যে এসব চারা সংগ্রহ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন মনে করে, এ ধরনের উদ্যোগ ক্যাম্পাসে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং সবুজ পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।