31.7 C
Dhaka
শুক্রবার, জুলাই ৪, ২০২৫

বিয়ে গোপন করে এসআই পদে নিয়োগ, তোলপাড় কিশোরগঞ্জে

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ


নিয়োগের শর্ত ভঙ্গ করে বিয়ের তথ্য গোপন করে বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগ পেয়েছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মী নাঈম হাছান। বিষয়টি প্রকাশ্যে আসার পর ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।

নাঈম হাছান ইটনা উপজেলার চৌগাংগা ইউনিয়নের কিষ্টপুর গ্রামের আব্দুল মোতালিবের ছেলে, যিনি স্থানীয় আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতা। ২০২৪ সালের ২৬ জানুয়ারি আনুষ্ঠানিক বিয়ে করেছেন নাঈম। এরপরেও বিয়ের তথ্য গোপন রেখে নিজেকে অবিবাহিত হিসেবে সনদ দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তির সময় আবেদন করেন। তার রোল নম্বর ১০৯৭২৩।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ ছাইফুল ইসলাম দাবি করেছেন, বিয়ের তথ্যের বিষয়টি তার জানা ছিল না। তিনি জানিয়েছেন, বিয়ের জন্য একটি প্রত্যয়নপত্রে স্বাক্ষর দিয়েছিলেন, যা বর্তমানে নতুন করে সংশোধন করা হয়েছে। অন্যদিকে, ইটনা থানার ওসি মো. জাফর ইকবাল জানিয়েছেন, পুলিশ ভেরিফিকেশনের সময় কেউ তথ্য না দেয়ায় তারা বিষয়টি জানতে পারেননি। অভিযোগের প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

অভিযোগে আরও বলা হয়েছে, নাঈম হাছান নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় কর্মী এবং তার পিতা প্রভাবশালী আওয়ামী লীগ নেতা। গত ৩০ জুন ওই বিষয়ে লিখিত অভিযোগ জেলা পুলিশ সুপারের কাছে জমা পড়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত সরকার তদন্ত প্রতিবেদন হেডকোয়ার্টার্সে পাঠানোর পর পরবর্তী পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছেন।

এই ঘটনার ফলে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে এবং জনমনে তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

দলের কোনো কর্মী মবের সঙ্গে জড়িত নয়, দাবি জামায়াত আমিরের

  খবরের দেশ ডেস্কঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান শুক্রবার (৪ জুলাই) দাবি করেছেন, দলের কোনো কর্মী বা সমর্থক...