Your Ads Here 100x100 |
---|
স্পোর্টস ডেস্ক:
জীবন বড়ই অনিশ্চিত। কখন যে সুখময় মুহূর্ত বিষাদের ছায়ায় ঢেকে যায়, কেউ জানে না। এমনই এক মর্মান্তিক পরিণতির শিকার হয়েছেন লিভারপুল ও পর্তুগালের জাতীয় দলের ফরোয়ার্ড দিয়েগো জোতা। স্পেনের জামোরা প্রদেশের এ-৫২ মহাসড়কে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মাত্র ২৮ বছর বয়সেই প্রাণ হারিয়েছেন এই ফুটবলার।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে নিজের ভাই আন্দ্রেকে সঙ্গে নিয়ে গাড়ি চালাচ্ছিলেন জোতা। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পড়ে তাদের গাড়িটি। মুহূর্তেই আগুন ধরে যায় এবং গাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়।
মাত্র ১০ দিন আগেই দীর্ঘদিনের প্রেমিকা রুতে কারদোসোকে বিয়ে করেছিলেন জোতা। তাদের রয়েছে তিন সন্তান। সেই বিয়ের হাসিমুখের ছবিগুলো আজ শুধুই স্মৃতি।
জোতার মৃত্যুতে শোক জানিয়েছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন (FPF)। বিবৃতিতে বলা হয়, “দিয়েগো ও আন্দ্রের চলে যাওয়া পর্তুগিজ ফুটবলের জন্য অপূরণীয় ক্ষতি। তারা শুধু দুর্দান্ত খেলোয়াড়ই নয়, অসাধারণ মানুষও ছিলেন।”
২০১৪ সালে পাকোস দে ফেরেইরায় পেশাদার ক্যারিয়ার শুরু করা জোতা পরবর্তীতে খেলেছেন অ্যাতলেতিকো মাদ্রিদ, পোর্তো ও উলভারহ্যাম্পটনের হয়ে। ২০২০ সালে যোগ দেন লিভারপুলে। লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগ ও এফএ কাপ জেতেন তিনি। জাতীয় দলের হয়ে খেলেছেন প্রায় ৫০টি ম্যাচ, জিতেছেন দুটি নেশনস লিগের শিরোপা।
ফুটবল বিশ্ব হারাল এক প্রতিভাবান তারকা, আর একটি পরিবার হারাল প্রিয় সন্তানকে।