26.3 C
Dhaka
শুক্রবার, জুলাই ৪, ২০২৫

‘আমি শাকিবকে ছোট করিনি, বরং বড় করেই বলেছি’ — বিতর্কে জাহিদ হাসানের সাফাই

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

বিনোদন ডেস্কঃ

দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফিরেছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান, যিনি ঈদুল আজহার সিনেমা ‘উৎসব’-এ ‘খাইশটা জাহাঙ্গীর’ চরিত্রে প্রসংশার ঝড় তুলেছেন। তবে সম্প্রতি তিনি বিতর্কে জড়িয়ে পড়েছেন, যখন শাকিব খানকে ‘মেগাস্টার’ উপাধিতে অভিহিত না করার প্রসঙ্গে তার মন্তব্য আলোচনার জন্ম দেয়।

এক সাক্ষাৎকারে শাকিবের নামের আগে ‘মেগাস্টার’ শব্দ বলার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলায়, আইসোড শুরু হয় ভক্তদের। এ নিয়ে সমালোচনায় ফুঁসে উঠেন অনেকেই।

বুধবার (২ জুলাই) এক সাক্ষাৎকারে জাহিদ হাসান নিজেই বললেন, “আমি নিজেই একুশে ছোট মানুষ, তাই কাউকে ছোট করার কথা তো আসেনা। আমার বক্তব্য হয়তো ভুলভাবে উপস্থাপন হয়েছে। হয়তো প্রকাশের সময় ভুল হয়েছে, অথবা বুঝাতে পারিনি।”

তিনি আরও বলেন, “যখন কেউ নিজের বিচার্য গুণ ও কর্মের মাধ্যমে বড় হয়ে যায়—তার নামেই তার পরিচয়। যেমন টম ক্রুজ, শাহরুখ খান, সালমান খান, ম্যারাডোণা—এদের আগে আলাদা উপাধি লাগে না।”

জাহিদের বক্তব্য থেকে কিছু ভক্ত ঘাবড়ে গেলেও তিনি জানালেন, “শাকিব খানের ভক্তদের আবেগ আমি সম্মান করি। তারা খারাপ পেয়েছে—তাও ভালোবাসারই প্রতিফলন। যদি তারা আমার কথা গাঢ়ভাবে বুঝতেন, দেখতেন—আমি শাকিবকে ছোট করেছি না, বরং বড় করেই বলেছি।”

সদর শনেরভাবে তিনি যোগ করেন, “আমাদের নিজের তারকাদের সম্মান করতে হবে। একজনকে ছোট করে কেউ বড় হলো না।”

উল্লেখ্য, দ্যা চরিত্র ‘উৎসব’-এ প্রশংসিত হওয়ার পাশাপাশি, শাকিব খান অভিনীত ঈদের আরেকটি ছবি “তাণ্ডব”-ও দর্শকদের মন জয় করেছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

নিজের নামে সুগন্ধি এনে বিতর্কে ট্রাম্প

  আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বিতর্কে। এবার নিজের নামে সুগন্ধি পণ্য বাজারে এনেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ...