Your Ads Here 100x100 |
---|
আন্তর্জাতিক ডেস্কঃ
আমেরিকার ২৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী বছর জাতীয় উদযাপন শুরু করতে আইওয়া সফর করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ডেময়েন শহরের আইওয়া স্টেট ফেয়ারগ্রাউন্ডে একটি প্রচারণামূলক ভাষণ দেবেন তিনি।
২০২৪ সালের নির্বাচনে আইওয়ায় বিপুল ব্যবধানে জয়ী হওয়া ট্রাম্পের এই সফর কৃষিপ্রধান ভোটারদের কাছে তাঁর অবস্থান মজবুত করতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। এই ভাষণে দেশপ্রেম ও নীতিনির্ধারণী বিষয় একসঙ্গে তুলে ধরবেন ট্রাম্প।
কৃষকদের ওপর চীনের পাল্টা শুল্ক নীতির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে আইওয়ার কৃষি খাত, বিশেষ করে সয়াবিন রপ্তানিতে ধস নামায় ক্ষোভ রয়েছে অনেকের। ট্রাম্পের বাণিজ্যনীতি নিয়ে এখানকার কৃষকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
মঙ্গলবার ‘ট্রুথ সোশ্যাল’-এ পোস্ট করে ট্রাম্প বলেন, “আইওয়া আমার প্রিয় স্থানগুলোর একটি। আমি কৃষকদের জন্য কী কী করেছি, তা আপনাদের জানাবো। আপনারা খুশি হবেন।”
এদিকে কংগ্রেসে রিপাবলিকান সিনেটর চাক গ্রাসলিকে কৃষকদের প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। পাশাপাশি রিপাবলিকানদের প্রস্তাবিত কর আইনে মেডিকেইডে বড় কাটছাঁট নিয়ে দলের মধ্যেও উদ্বেগ রয়েছে।
২০১৫ ও ২০২৩ সালের মতো এবারও ট্রাম্পের সফর নিয়ে আলোচনার ঝড়। এবার তিনি কী বার্তা দেন, সেদিকে তাকিয়ে আইওয়া।
সূত্র: রয়টার্স