26.3 C
Dhaka
বৃহস্পতিবার, জুলাই ৩, ২০২৫

ব্রিটেনের অর্থনীতিতে অনিশ্চয়তা, পাউন্ড দুর্বলতার পথে

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

আন্তর্জাতিক ডেস্কঃ

বাজেট পরিকল্পনায় একের পর এক নীতিগত পরিবর্তনে ব্রিটেনের অর্থনীতিতে অস্থিরতা দেখা দিয়েছে। ইউকেতে পাউন্ড ডলারের তুলনায় শক্তিশালী অবস্থান থেকে এখন ধীরে ধীরে দুর্বল হয়ে আসছে। পাশাপাশি ইউকেটের সরকারি বন্ড বা ‘গিল্ট’-এর বাজারে ব্যাপক বিক্রি শুরু হয়েছে, যা বিনিয়োগকারীদের উদ্বেগকে আরও বাড়িয়েছে।

গত বুধবার গিল্ট বাজারে সবচেয়ে বড় একদিনের পতন দেখা গেছে, যা ২০২২ সালের লিজ ট্রাসের সংকটের সঙ্গে তুলনা করা হচ্ছে। মোনেক্স ইউরোপের ম্যাক্রো গবেষণা প্রধান নিক রিসের ভাষ্য অনুযায়ী, আগামী ছয় মাসে পাউন্ড ডলারের বিপরীতে আরও দুর্বল হতে পারে, $১.৩৩ পর্যন্ত।

ব্রিটেনের অর্থনৈতিক অস্থিরতা প্রধানত সরকারের বাজেট ও জনস্বাস্থ্য খাতে কাটছাঁট সংক্রান্ত সিদ্ধান্ত বদলের কারণে। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার শারীরিক অসুস্থতা ও প্রতিবন্ধী সুবিধা কমানোর নীতি নরম করেছেন, যার ফলে সঞ্চয় কমে প্রায় ৩ বিলিয়ন পাউন্ড হবে।

সরকারের ঋণ বাড়ার সঙ্গে ঋণের সুদের হারও বাড়ছে, যা আর্থিক চাপ আরও বাড়িয়ে দিচ্ছে। গত বুধবার ৩০ বছরের বন্ডের সুদের হার ছিল ৫.৩৪ শতাংশ, যা তুলনামূলকভাবে উচ্চ।

বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতিতে পাউন্ডের দুর্বলতা চলতে পারে এবং ব্রিটেনের অর্থনীতি আরো চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। তবে দুর্বল মুদ্রা রফতানিকারীদের জন্য কিছুটা সহায়ক হতে পারে।

সূত্র: রয়টার্স

- Advertisement -spot_img
সর্বশেষ

নিজের নামে সুগন্ধি এনে বিতর্কে ট্রাম্প

  আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বিতর্কে। এবার নিজের নামে সুগন্ধি পণ্য বাজারে এনেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ...