29.2 C
Dhaka
শুক্রবার, জুলাই ৪, ২০২৫

নিজের নামে সুগন্ধি এনে বিতর্কে ট্রাম্প

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

আন্তর্জাতিক ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বিতর্কে। এবার নিজের নামে সুগন্ধি পণ্য বাজারে এনেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে গত সোমবার (৩০ জুন) এক পোস্টে ট্রাম্প জানান, বাজারে এসেছে নতুন সুগন্ধি ‘ভিক্টরি ৪৫-৪৭’। ট্রাম্পের ভাষায়, এটি “জয়, শক্তি ও সাফল্যের প্রতীক”।

পুরুষদের জন্য কালো এবং নারীদের জন্য লাল রঙের বাক্সে সোনালি অক্ষরে লেখা ‘ট্রাম্প’ ব্র্যান্ডের এই সুগন্ধির বোতলটি দেখতে অনেকটা ট্রাম্পের ভাস্কর্যের মতো। অনেকে একে ট্রাম্পের ব্যক্তিত্বের প্রতিচ্ছবি বলেও অভিহিত করেছেন।

তবে সুগন্ধি বাজারে আনার এই পদক্ষেপ কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র বিতর্ক। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন, সাবেক প্রেসিডেন্ট নিজের পদমর্যাদা এবং জনপ্রিয়তা ব্যবহার করে ব্যক্তিগত ব্যবসা বিস্তারে মনোযোগী হয়েছেন।

ভার্জিনিয়ার ডেমোক্র্যাট সিনেটর মার্ক ওয়ার্নার এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত এক ভিডিও বার্তায় বলেন, “যুক্তরাষ্ট্রের ইতিহাসে এ ধরনের প্রকাশ্য স্বার্থের সংঘাত আগে কখনো দেখা যায়নি।” তিনি এটিকে স্পষ্টভাবে “প্রতারণামূলক ব্যবসা” হিসেবে উল্লেখ করেন।

ভেরমন্টের ডেমোক্র্যাট সিনেটর পিটার ওয়েলচ বলেন, “ডেমোক্র্যাটরা যখন লাখ লাখ দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা রক্ষায় লড়ছে, ট্রাম্প তখন নিজের সুগন্ধি বিক্রি নিয়ে ব্যস্ত।”

সুগন্ধির পাশাপাশি, ট্রাম্প পরিবারের সাম্প্রতিক ব্যবসার মধ্যে রয়েছে ‘ইউএস মোবাইল’ নামে একটি টেলিকম সেবা এবং ট্রাম্প ব্র্যান্ডের ৪৯৯ ডলারের স্মার্টফোন—যার সোনালি রঙ ও নকশা ট্রাম্পের রুচির প্রতিফলন বলে মনে করছেন অনেকে।

- Advertisement -spot_img
সর্বশেষ

এক বছর পর এসে দেখা যাচ্ছে, সেই ঐক্য আর আগের মতো নেই

খবরের দেশ ডেস্ক : এক বছর আগে, জুলাই আন্দোলনের মাধ্যমে দেশের সব গণতান্ত্রিক শক্তি মাফিয়া সরকারবিরোধী আন্দোলনে একটি প্ল্যাটফর্মে একত্রিত...