Your Ads Here 100x100 |
---|
খবরের দেশ ডেস্কঃ
রাজধানীর চানখাঁরপুলে ৫ আগস্টের ছাত্র-জনতার ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে পুলিশের গুলিতে ৬ জন নিহত হওয়ার ঘটনার চার্জশিটে উঠে এসেছে ভয়াবহ সব মানবতাবিরোধী অপরাধের তথ্য।
চার্জশিটে বলা হয়, আন্দোলনকারীদের শান্তিপূর্ণ মিছিল প্রতিহত করতে পুলিশের রমনা অঞ্চলের তৎকালীন অতিরিক্ত উপকমিশনার শাহ্ আলম আখতারুল ইসলামের নেতৃত্বে শুরু হয় নির্বিচার গুলি। কনস্টেবল অজয় ঘোষ গুলি করতে অস্বীকৃতি জানালে, তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে তার চাইনিজ রাইফেলটি কেড়ে নেওয়া হয়। এরপর সেই রাইফেল দিয়ে কনস্টেবল সুজন হোসেন আন্দোলনকারীদের লক্ষ্য করে শুয়ে, বসে, দাঁড়িয়ে গুলি চালায়।
নিহতরা হলেন শাহরিয়ার খান আনাস, শেখ মাহদী হাসান জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া।
চার্জশিটে আরও বলা হয়, পুলিশের এই অভিযানে ব্যবহার হয় আগ্নেয়াস্ত্র, এপিসি, হেলিকপ্টার ও ড্রোন। পুরো অভিযানের পেছনে উচ্চপর্যায়ের নির্দেশ ছিল বলেও উল্লেখ রয়েছে।
আট আসামির মধ্যে চারজন পলাতক— ডিএমপি’র সাবেক কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, আখতারুল ইসলাম ও সহকারী কমিশনার ইমরুল।
বাকি চারজন কারাগারে। ১৪ জুলাই অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।