Your Ads Here 100x100 |
---|
স্পোর্টস ডেস্কঃ
মিয়ানমারকে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশের মেয়েরা। এই প্রথমবারের মতো এশিয়ান কাপের মূলপর্বে জায়গা করে নিয়েছে নারী দল। আর এই ঐতিহাসিক জয়ে মূল ভূমিকা রেখেছেন ঋতুপর্ণা চাকমা। তার জোড়া গোলেই সাফল্যের গল্প রচনা করেছে বাংলাদেশ।
রাঙামাটির এই ফরোয়ার্ডের নৈপুণ্যে মুগ্ধ দেশের সাবেক তারকা ফুটবলাররাও।
সাবেক তারকা হাসানুজ্জামান খান বাবলু বলেন, “অসাধারণ ফরোয়ার্ড ঋতুপর্ণা। যেমন ড্রিবলিং, তেমনই গোল করার দক্ষতা। দ্বিতীয় গোলটা যেভাবে বারের কোনাকুনি জালে পাঠাল, সত্যিই অসাধারণ। কোচ পিটার বাটলার ওর প্রশংসা করতেই পারে।”
কায়সার হামিদ বলেন, “সাফ জয়ের পর থেকেই ওকে নজরে রেখেছি। মিয়ানমারের বিপক্ষে ম্যাচে ওর স্পিড, ট্যাকটিক্স আর দুটি গোল—সব মিলিয়ে দুর্দান্ত। বিশেষ করে ফ্রিকিক থেকে রিবাউন্ড শটে করা প্রথম গোলটি টেকনিক্যালি খুব নিখুঁত।”
সাবেক জাতীয় খেলোয়াড় জাহিদ হাসান এমিলির ভাষ্য, “ঋতুপর্ণা নিজেকে ছাড়িয়ে যাচ্ছে। কোচ পিটার তার খেলায় বদল এনেছেন, সেটা মাঠেই প্রমাণ হচ্ছে। তার পারফরম্যান্সেই মূলপর্বে পৌঁছেছে দল।”
ঋতুপর্ণার এমন পারফরম্যান্সে এখন শুধু সাবেকরা নয়, মুগ্ধ পুরো দেশ। প্রত্যাশা এখন এশিয়ান কাপেও দেখা যাবে তার সেরা রূপ।