26.2 C
Dhaka
শুক্রবার, জুলাই ৪, ২০২৫

শুটিং চলাকালেই অসুস্থ হয়ে পড়লেন স্বস্তিকা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

বিনোদন ডেস্কঃ

টালিউড অভিনেত্রী স্বস্তিকা দত্ত বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন। ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ ছবির শুটিং চলাকালীন হঠাৎ তীব্র ব্যথায় কাবু হয়ে পড়েন তিনি। সেখান থেকেই তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

স্বস্তিকা নিজেই ইনস্টাগ্রামে একটি ছবি ও বার্তা দিয়ে ভক্তদের নিজের শারীরিক পরিস্থিতির কথা জানান। তিনি লেখেন, “আমি বুঝি, সব ঘটনার পিছনে কোনো কারণ থাকে। গতকাল শুটিং চলাকালীন হঠাৎ অসহ্য যন্ত্রণা শুরু হয়। মনে হচ্ছিল, পৃথিবীর সবচেয়ে কঠিন যন্ত্রণা। সঙ্গে সঙ্গে হাসপাতালে নেয়া হয় আমাকে।”

এই ঘটনায় তার সহশিল্পী ও ভক্তদের মধ্যে দুশ্চিন্তা ছড়িয়ে পড়েছে। ভারতীয় এক গণমাধ্যমকে তিনি আরও বলেন, “সবচেয়ে কঠিন যন্ত্রণার সঙ্গে আমি লড়াই করছি। সহশিল্পীদের সহযোগিতার জন্য ধন্যবাদ। এই ছবিটি আমার কাছে খুবই বিশেষ।”

অভিনেত্রীর ভাষ্য, “প্রতিজ্ঞা করছি, যাই ঘটুক না কেন, এই ছবিকে আমি আরও বিশেষ করে তুলব। চিকিৎসার বিষয়টি মাথায় রেখে পরিচালক ও প্রযোজক শুটিং শিডিউল ঠিক করছেন। নিজের শরীরের যত্ন নিচ্ছি, আবার শুটিংও চালিয়ে যাচ্ছি।”

- Advertisement -spot_img
সর্বশেষ

ফোন না ধরলে ট্রাম্প রাগ করতে পারেন: মন্তব্য করে হাসালেন পুতিন

  আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে শুক্রবার (৪ জুলাই) এক ফোনালাপ নির্ধারিত হয়েছিল, যা...