Your Ads Here 100x100 |
---|
স্পোর্টস ডেস্কঃ
বার্সেলোনার নতুন উঠে আসা স্টার লামিনে ইয়ামাল ১৩ জুলাই তার ১৮তম জন্মদিন উদযাপনে যাচ্ছেন—গোপনীয়তার শর্তে। কিছুদিন ধরেই মাঠের বাইরের ব্যাপারে তাঁকে ঘিরে আলোচনা চলছে: বয়সের দিগুণ কিছুটা বেশি বয়সীদের সঙ্গে সম্পর্ক নিয়ে উস্কানিমূলক গুঞ্জন। উভয় পক্ষই তা অস্বীকার করেছে।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘কোপ’ জানিয়েছে, ইয়ামাল পছন্দসই বিলাসবহুল একটি ভেন্যুতে বন্ধুবান্ধব ও প্রিয় অতিথিদের সঙ্গে স্কেল করে জন্মদিন উদযাপন করতে যাচ্ছেন। আয়োজনে সঙ্গীত ও মিউজিক থাকবে এবং ইবিজা দ্বীপে হতে পারে এই আয়োজন। তবে জায়গা সম্পর্কে সচেতন গোপনীয়তা বজায় রাখতে তিনি সেই তথ্য প্রকাশ করছেন অনুষ্ঠানের দু–একদিন আগে।
প্রধান শর্ত– মোবাইলফোন–বা অন্য কোন ডিভাইস বহন করা নিষিদ্ধ। এই রোয়া থেকেই নিশ্চিত হতে চান, জন্মদিনের দৃশ্য অনলাইনে যেন না ফাঁস হয়। এমনকি ব্যাড গায়াল ও পুয়ের্তো রিকোর র্যাপার ওজুনার মতো জনপ্রিয় গায়কও পারফর্ম করতে পারেন।
অনুরূপ সময়ে ইয়ামালের ঘনিষ্ঠ বন্ধু নিকো উইলিয়ামসও জন্মদিন পালন করছেন; তবে তাঁর অনুষ্ঠানই ইবিজায় হচ্ছে কিনা তা নিশ্চিত নয়। এমতাবস্থায় সব নজর সেই ১০ নম্বর জার্সির দিকে—পরবর্তী মৌসুমে বার্সার আইকনিক জার্সি পরবে কিংবদন্তি মেসি, রোচালদিনিয়োদের মতো—এখনো শূন্য। ক্লাব কাতালান প্রস্তুতি নিচ্ছে, ১৭ আগস্ট ম্যালোরকা ম্যাচ দিয়ে নতুন মৌসুম শুরু হবে।