26.7 C
Dhaka
শুক্রবার, জুলাই ৪, ২০২৫

এক বছর পর এসে দেখা যাচ্ছে, সেই ঐক্য আর আগের মতো নেই

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
এক বছর আগে, জুলাই আন্দোলনের মাধ্যমে দেশের সব গণতান্ত্রিক শক্তি মাফিয়া সরকারবিরোধী আন্দোলনে একটি প্ল্যাটফর্মে একত্রিত হয়েছিল। কিন্তু এক বছর পর এসে দেখা যাচ্ছে, সেই ঐক্য আর আগের মতো নেই। প্রশ্ন উঠছে—সেই শক্তিশালী ঐক্য ভাঙল কেন? এ প্রশ্নের জবাব দিয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
সম্প্রতি এক টেলিভিশন টক শোতে অংশ নিয়ে জুলাই আন্দোলনের সেই দৃঢ় ঐক্য এবং নির্বাচন নিয়ে কথা বলেন ব্যারিস্টার রুমিন ফারহানা।
 তিনি বলেন, ‘আজ থেকে এক বছর আগে দল-মত নির্বিশেষে আমরা একমত হয়েছিলাম একটি ফ্যাসিবাদী, লুটতরাজে নিমজ্জিত সরকারকে আর এক মুহূর্তও সময় দেওয়া যাবে না। সেই ঐক্যের ভিত্তিতেই এক মাস পাঁচ দিন তীব্র আন্দোলন হয়েছিল। আন্দোলনের ফলশ্রুতিতে শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছিল।’

 

রুমিন ফারহানা বলেন, ‘ওই সময়ের আন্দোলনের মূল লক্ষ্য ছিল বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পুনরায় প্রতিষ্ঠা করা, বাকস্বাধীনতা ও আইনের শাসন ফিরিয়ে আনা এবং গুম-খুনের রাজনীতি থেকে দেশকে মুক্ত করা।

এসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো কোনো মতভেদ নেই। মতপার্থক্য কেবল রয়েছে পদ্ধতি নিয়ে—কীভাবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব।’

 

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশের অর্থনীতি, সমাজ এবং রাজনীতিতে স্থিতিশীলতা ফেরাতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অত্যাবশ্যক। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্যও নির্বাচন প্রয়োজন।

সংস্কার ইস্যুতে বিএনপির ভূমিকা তুলে ধরে তিনি বলেন, ‘২০১৬ সালে ভিশন ২.০ ও ৩.০, পরবর্তীতে ২৭ দফা এবং সর্বশেষ ৩১ দফা সংস্কারের রূপরেখা দেওয়া হয়। এ ৩১ দফা কেবল বিএনপির নয়, আন্দোলনে যুক্ত সব দলের সম্মিলিত দফা ছিল। এখন যে সংস্কারের কথা বলা হচ্ছে, সেগুলোর অনেক অংশই এ দফাগুলোর অন্তর্ভুক্ত।’

তিনি জানান, বিএনপি দুর্নীতি দমন কমিশন (দুদক) সংস্কারের ৪৭ সুপারিশের মধ্যে ৪৬টিতে একমত, বিচার বিভাগ সংস্কারে ৪২টি সুপারিশে একমত, নির্বাচন ব্যবস্থা সংস্কারে ২৪৩ সুপারিশের মধ্যে ১৪১টি এবং জনপ্রশাসন সংস্কারে ২১৬ সুপারিশের মধ্যে ১৮৭টিতে সম্মতি জানিয়েছে।

বিএনপির এই নেত্রী বলেন, ‘৯০ শতাংশের বেশি সংস্কারে আমরা একমত হয়েছি।

তারপরও বলা হচ্ছে বিএনপিই ঐক্যচ্যুতি ঘটাচ্ছে—এটা দুঃখজনক।’
রুমিন ফারহানা আরো বলেন, ‘বিএনপি কোনো গোপন সশস্ত্র দল নয়। আমরা গণতান্ত্রিক পথে বিশ্বাস করি এবং ২০১৩ সাল থেকেই নির্বাচনের দাবিতে মাঠে আছি। আজ হঠাৎ নির্বাচন দাবি করছি, বিষয়টি এমন নয়।’
তিনি স্পষ্ট করে বলেন, ‘ভোটে যদি বিএনপি হারে, সেটাও মেনে নিতে আমরা প্রস্তুত। কিন্তু জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। মানুষকে তার পছন্দের প্রতিনিধি বেছে নেওয়ার সুযোগ দিতে হবে।’
- Advertisement -spot_img
সর্বশেষ

ফোন না ধরলে ট্রাম্প রাগ করতে পারেন: মন্তব্য করে হাসালেন পুতিন

  আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে শুক্রবার (৪ জুলাই) এক ফোনালাপ নির্ধারিত হয়েছিল, যা...