Your Ads Here 100x100 |
---|
স্পোর্টস ডেস্কঃ
স্পেনের প্রিমিয়ার ফুটবল লিগ লা লিগার ২০২৫-২৬ মৌসুমের পূর্ণ সূচি প্রকাশ করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। আগ্রহের কেন্দ্রবিন্দু হিসেবে থাকা দুই জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার বিখ্যাত ‘এল ক্লাসিকো’ ম্যাচের তারিখও নির্ধারিত হয়েছে।
গত মৌসুমে এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদ জয় পাননি; বার্সার বিপক্ষে চার ম্যাচের সবকটিতেই তারা পরাজিত হয়েছে। এবার সেই পরাজয়ের প্রতিশোধ নিতে মরিয়া লস ব্লাঙ্কোরা। অন্যদিকে, নিজেদের আধিপত্য ধরে রাখতে চায় কাতালানরা।
বার্সেলোনা দীর্ঘ দুই মৌসুম স্টেডিয়াম সংস্কারের কারণে নিজেদের ঘর ক্যাম্প ন্যুতে খেলতে পারেনি। বড় সংস্কারের পর আবারও তাদের ঘর হিসেবে ফিরছে ক্যাম্প ন্যু। তবে কাজ এখনও সম্পূর্ণ হয়নি, তাই মৌসুমের শুরুতে তারা প্রথম তিনটি ম্যাচ খেলবে বিক্রেতা মাঠে।
আগামী ২৬ অক্টোবর সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল ও বার্সা মুখোমুখি হবে এল ক্লাসিকোর প্রথম লেগে। এরপর ২০২৬ সালের ১০ মে ক্যাম্প ন্যুতে দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে।
মৌসুম শুরু হবে ১৭ আগস্ট। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা প্রথম ম্যাচে মুখোমুখি হবে ম্যালোরকার সঙ্গে। একই দিনে রিয়াল মাদ্রিদ তাদের শিরোপা পুনরুদ্ধারের স্বপ্ন নিয়ে ওসাসুনার বিপক্ষে মাঠে নামবে।
লা লিগা চলবে ফুটবলপ্রেমীদের জন্য এক নতুন উত্তেজনার মরশুম নিয়ে, যেখানে এল ক্লাসিকোর লড়াই হবে আবারো সবার নজর কাড়ার বিষয়।