26.7 C
Dhaka
শুক্রবার, জুলাই ৪, ২০২৫

নিষেধাজ্ঞা শেষে ফেরার পথে পগবা, লক্ষ্য ফ্রান্সের জার্সি

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

স্পোর্টস ডেস্কঃ

ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় ২০২৪ সালের ফেব্রুয়ারিতে চার বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার পল পগবা। তবে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিলের পর সেই নিষেধাজ্ঞা কমে আসে ১৮ মাসে। শাস্তি শেষ করে এবার আবারও মাঠে ফিরছেন এই তারকা।

সম্প্রতি ফরাসি ক্লাব মোনাকোর সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন পগবা। বয়স পেরিয়ে গেছে ৩২, তবুও জাতীয় দলে ফেরার স্বপ্ন এখনো তাড়িয়ে বেড়ায় তাকে। বাস্তবতা সম্পর্কে সচেতন পগবা জানালেন, তিনি এখন আছেন “ফেরার প্রাথমিক পর্যায়ে”।

পগবা বলেন, “প্রতিটি ফরাসি ফুটবলারের স্বপ্ন থাকে দেশের হয়ে খেলার। আমারও ইচ্ছে আছে ফেরার। তবে সবকিছুরই ধাপ আছে। আমি এখন প্রথম ধাপে। মাঠে ফিরছি, এরপর ভালো পারফরম্যান্স করতে হবে।”

জাতীয় দলে ফেরাটা সহজ নয় বলেই মনে করেন এই বিশ্বকাপজয়ী মিডফিল্ডার। “জাতীয় দলে ফিরতে হলে নিজেকে প্রমাণ করতে হয়। আমাদের দলে দারুণ সব খেলোয়াড় আছে, এটা সত্যিই দুর্দান্ত একটি স্কোয়াড,”—যোগ করেন তিনি।

২০১৮ সালে ফ্রান্সের বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন পগবা। ইনজুরি ও নিষেধাজ্ঞায় অনেকদিন বাইরে থাকার পর এখন নতুন করে নিজেকে প্রমাণের পালা। আর যদি সব ঠিকঠাক চলে, তাহলে আবারও দেখা যেতে পারে পগবাকে ব্লু জার্সিতে।

- Advertisement -spot_img
সর্বশেষ

ফোন না ধরলে ট্রাম্প রাগ করতে পারেন: মন্তব্য করে হাসালেন পুতিন

  আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে শুক্রবার (৪ জুলাই) এক ফোনালাপ নির্ধারিত হয়েছিল, যা...