27.5 C
Dhaka
শুক্রবার, জুলাই ৪, ২০২৫

ইউক্রেনে রাসায়নিক অস্ত্রের ব্যাপক ব্যবহার করছে রাশিয়া: ডাচ প্রতিরক্ষা মন্ত্রী

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

আন্তর্জাতিক ডেস্কঃ

ইউক্রেনে রাশিয়ার বিস্তৃত রাসায়নিক অস্ত্র ব্যবহার নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছে নেদারল্যান্ডস ও জার্মানির গোয়েন্দা সংস্থাগুলো। ডাচ প্রতিরক্ষা মন্ত্রী রুবেন ব্রেকেলমানস জানিয়েছেন, চোকিং এজেন্ট বা শ্বাসরোধকারী রাসায়নিক ড্রোনের মাধ্যমে ইউক্রেনীয় সেনাদের আক্রমণ করে রাশিয়া। trenches বা খাঁজ থেকে সৈন্যদের বের করে এনে গুলি করার উদ্দেশ্যেই এই রাসায়নিক প্রয়োগ করা হচ্ছে।

ব্রেকেলমানস বলেন, “রাশিয়ার রাসায়নিক অস্ত্র ব্যবহারের মাত্রা বাড়ছে। এটি এখন প্রায় নিয়মিত ও স্বাভাবিক হয়ে গেছে, যা অত্যন্ত উদ্বেগজনক।”

জার্মান গোয়েন্দা সংস্থা BND-ও একই ধরনের তথ্য নিশ্চিত করেছে। ডাচ সামরিক গোয়েন্দা প্রধান পিটার রিসিঙ্ক বলেন, “আমরা নিজেরাই এসব তথ্য সংগ্রহ করেছি—এই বিশ্লেষণ অন্য কারও উপর নির্ভরশীল নয়।”

২০২৩ সালে যুক্তরাষ্ট্র প্রথম দাবি তোলে, রাশিয়া ক্লোরোপিক্রিন নামের এক বিষাক্ত গ্যাস ব্যবহার করছে। এটি প্রথম বিশ্বযুদ্ধে ব্যবহৃত হয়েছিল এবং এটি OPCW-এর (Organisation for the Prohibition of Chemical Weapons) তালিকাভুক্ত নিষিদ্ধ রাসায়নিক।

এখন পর্যন্ত অন্তত ৩ জন ইউক্রেনীয় সেনার মৃত্যু এবং ২,৫০০ জনের বেশি আহত হওয়ার পেছনে রাসায়নিক অস্ত্র ব্যবহারকে দায়ী করছে ইউক্রেন।

ব্রেকেলমানস আরও বলেন, “এই হুমকি শুধু ইউক্রেনের জন্য নয়—পুরো ইউরোপের জন্যই বিপজ্জনক।” তিনি রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা ও OPCW-র কার্যনির্বাহী পরিষদ থেকে তাদের বাদ দেওয়ার আহ্বান জানান।

- Advertisement -spot_img
সর্বশেষ

ফোন না ধরলে ট্রাম্প রাগ করতে পারেন: মন্তব্য করে হাসালেন পুতিন

  আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে শুক্রবার (৪ জুলাই) এক ফোনালাপ নির্ধারিত হয়েছিল, যা...