26.7 C
Dhaka
শুক্রবার, জুলাই ৪, ২০২৫

দলের কোনো কর্মী মবের সঙ্গে জড়িত নয়, দাবি জামায়াত আমিরের

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

খবরের দেশ ডেস্কঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান শুক্রবার (৪ জুলাই) দাবি করেছেন, দলের কোনো কর্মী বা সমর্থক মব (মহাসংঘটিত বিক্ষোভ) কর্মকাণ্ডে জড়িত নয়। তিনি বলেন, ‘মব আমরা চাই না, আমরা মবের ঘোর বিরোধী। আমাদের দলের মধ্যে কোনো মব নেই।’

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের তিনি আরও বলেন, ‘আপনি খুঁজে দেখবেন, মবের সঙ্গে জামায়াতের কোনো কর্মী বা সমর্থক কোথাও জড়িত নয়।’ তিনি দলের পক্ষ থেকে মব বিরোধী স্পষ্ট অবস্থান জানিয়ে বলেন, ‘জামায়াতে ইসলামী সব সময় শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডের পক্ষে।’

ডা. শফিকুর রহমান ভোটের পরিবেশের গুরুত্বও উল্লেখ করে বলেন, ‘প্রথমে নির্বাচন উপযোগী পরিবেশ তৈরি করতে হবে। এ জন্য প্রয়োজন মৌলিক সংস্কার। যদি এই সংস্কার কার্যকরভাবে হয়, আলহামদুলিল্লাহ ভালো নির্বাচন হবে।’ তিনি আবারও উল্লেখ করেন, ‘ভোটকে যদি কারো সুযোগ দেওয়া হয়, তা হতে পারে না। আমাদের সংস্কার করতে হবে এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে।’

দীর্ঘ ১৭ বছর পর জামায়াত উত্তরের জনপদ রংপুরে জনসভা করার উদ্যোগ নিয়েছে। বেলা ৩টায় সৈয়দপুরে শুরু হবে এই জনসভা। এতে প্রধান অতিথি হিসেবে বিমানযোগে এসে উপস্থিত হন দলের আমির ডা. শফিকুর রহমান।

জামায়াতের রাজনৈতিক কার্যক্রম ও সমর্থকদের মধ্যে নতুন উদ্যম লক্ষ্য করা যাচ্ছে, তবে দল শান্তিপূর্ণ রাজনৈতিক আন্দোলনকেই প্রাধান্য দিচ্ছে বলে দলীয় সূত্র জানায়।

- Advertisement -spot_img
সর্বশেষ

ফোন না ধরলে ট্রাম্প রাগ করতে পারেন: মন্তব্য করে হাসালেন পুতিন

  আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে শুক্রবার (৪ জুলাই) এক ফোনালাপ নির্ধারিত হয়েছিল, যা...