27.2 C
Dhaka
রবিবার, জুলাই ৬, ২০২৫

কিল বিল’ খ্যাত হলিউড অভিনেতা মাইকেল ম্যাডসেনের মৃত্যু

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

বিনোদন ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ‘কিল বিল’ খ্যাত হলিউডের বর্ষীয়ান অভিনেতা মাইকেল ম্যাডসেন মারা গেছেন। বৃহস্পতিবার (৪ জুলাই) স্থানীয় সময় মালিবুর নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৬৭ বছর। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অভিনেতার মুখপাত্র।

কোয়েন্টিন টারান্টিনোর চলচ্চিত্রে বিশেষভাবে খ্যাতি অর্জন করেন মাইকেল ম্যাডসেন। ‘রেজারভোয়ার ডগস’ ছবিতে ‘মিস্টার ব্লন্ড’ এবং ‘কিল বিল’ ছবিতে ‘বাড’ চরিত্রে দর্শকদের হৃদয় জয় করেন তিনি। এছাড়া টারান্টিনোর ‘দ্য হেটফুল এইট’, ‘ওয়ান্স আপন আ টাইম…ইন হলিউড’সহ বহু ছবিতে তার অভিনয় আলোচিত হয়েছে।

তার ম্যানেজার ও জনসংযোগ কর্মকর্তা যৌথ বিবৃতিতে বলেন, “মাইকেল ম্যাডসেন হলিউডের অন্যতম আইকনিক অভিনেতা ছিলেন। তার শূন্যতা অনেকেই অনুভব করবে।”

অভিনেতার বোন ভার্জিনিয়া ম্যাডসেন জানান, “আমার ভাই একজন কবি, বাবা, ছেলে, ভাই ছিলেন। তার হাসি আর মজা মিস করব আমি।”

চার দশকের ক্যারিয়ারে তিন শতাধিক চরিত্রে অভিনয় করেছেন ম্যাডসেন। ‘থেলমা অ্যান্ড লুইস’, ‘ডনি ব্রাস্কো’, ‘জেমস বন্ড’ সিনেমা ‘ডাই অ্যানাদার ডে’তেও দেখা গেছে তাকে।

ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো ৩’-এ কণ্ঠদান করেন এবং কবিতার সংকলন প্রকাশ করেছেন।

মাইকেল ম্যাডসেন ১৯৫৭ সালের ২৫ সেপ্টেম্বর শিকাগোতে জন্মগ্রহণ করেন। তিনবার বিবাহ করেছেন এবং ছয় সন্তান সন্তানের জনক তিনি। ২০২২ সালে তার এক সন্তান আত্মহত্যা করেন।

- Advertisement -spot_img
সর্বশেষ

পুলিশকে অন্ধকার যুগে নিয়ে গেছেন শেখ হাসিনা

  খবরের দেশ ডেস্কঃ বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি সংকটে পড়েছে ফ্যাসিস্ট সরকারব্যবস্থার কারণে—এমন মন্তব্য করেছেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।...