Your Ads Here 100x100 |
---|
খবরের দেশ ডেস্কঃ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “আমরা এমন এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি, যেখানে কৃষক, শ্রমিক, ছাত্র ও জনতার সম্মিলিত চেতনায় গড়ে উঠবে বৈষম্যহীন, ইনসাফভিত্তিক ও মর্যাদাসম্পন্ন গণতান্ত্রিক রাষ্ট্র। জুলাই গণঅভ্যুত্থান সেই স্বপ্ন বাস্তবায়নের পথ।”
শুক্রবার (৪ জুলাই) দুপুরে ঠাকুরগাঁওয়ের আর্ট গ্যালারি মডেল মসজিদে নামাজ শেষে জেলা শহরের বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, “জুলাই-আগস্ট মাসে দেশের ছাত্র-জনতা ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে দুর্বার আন্দোলনে নেমেছিল। তখন হাজারো শিক্ষার্থী শহীদ ও আহত হয়েছেন, তাদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই।”
তিনি আরও বলেন, “ফ্যাসিবাদী শাসন এখনো পুরোপুরি বিলুপ্ত হয়নি। পুরনো দমনমূলক সিস্টেম টিকে আছে। তাই তার বিলোপ ঘটিয়ে একটি নতুন রাষ্ট্র গঠনের লক্ষ্য নিয়েই এনসিপির যাত্রা চলছে। জনগণ বিকল্প ও তরুণ নেতৃত্বকে বেছে নিতে হবে।”
তিনি বলেন, “আমরা লড়ছি গণহত্যার বিচার, মৌলিক সংস্কার ও নতুন সংবিধান প্রণয়নের জন্য। জুলাই-আগস্টের মধ্যে এর ঘোষণাপত্র প্রকাশ করব।”
বিএসএফের সীমান্ত হত্যা ও পুশ-ইন নিয়ে তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “বাংলাদেশ চলবে দেশপ্রেমিকদের হাতে। সীমান্তে হত্যা বন্ধ করতে হবে।”
নাহিদ ইসলাম ঠাকুরগাঁওসহ উত্তরবঙ্গের অবহেলার বিরুদ্ধে কথা বলে বলেন, “উন্নয়ন শুধু ঢাকাকেন্দ্রিক নয়, সমগ্র দেশে পৌঁছাতে হবে।”
এ সময় এনসিপির অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।