Your Ads Here 100x100 |
---|
বিনোদন ডেস্কঃ
দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তির অনুমতি পেল ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’। আলোচিত এক সাংবাদিক দম্পতির মৃত্যুরহস্য অবলম্বনে নির্মিত এই ওয়েব ফিল্মটি পরিচালনা করেছেন রায়হান রাফী। মুক্তির জন্য প্রস্তুত থাকলেও সেন্সর বোর্ডের আপত্তির কারণে এটি আটকে ছিল প্রায় দেড় বছর।
ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে ২০২৩ সালের ২৯ ফেব্রুয়ারি মুক্তির কথা ছিল ‘অমীমাংসিত’-এর। তবে সেন্সর বোর্ড তখন জানায়, ওটিটি কনটেন্ট হলেও এটি মুক্তির জন্য ছাড়পত্র নিতে হবে। দুই দফা দেখার পর তারা জানিয়ে দেয়, চলচ্চিত্রটি প্রদর্শনের উপযুক্ত নয়।
এরপর নির্মাতা, শিল্পী ও কলাকুশলীরা সিদ্ধান্তের প্রতিবাদ জানান। অনেকেই প্রশ্ন তোলেন—ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্টকেও কি সেন্সর ছাড়পত্র নিতে হবে?
২০২৪ সালে সরকারের পরিবর্তনের পর বিলুপ্ত করা হয় সেন্সর বোর্ড এবং গঠন করা হয় নতুন চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। এর অধীনেই ‘অমীমাংসিত’ প্রযোজনা প্রতিষ্ঠান আবার আবেদন করে ছাড়পত্রের জন্য। অবশেষে বোর্ড থেকে মুক্তির অনুমোদন মেলে।
নির্মাতা সূত্রে জানা গেছে, খুব শিগগিরই মুক্তির তারিখ ঘোষণা করা হবে। ফিল্মটির কেন্দ্রীয় দুটি চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ ও তানজিকা আমিন।
‘অমীমাংসিত’–এর গল্পটি নিয়ে প্রথম থেকেই ধারণা ছিল, এটি সাগর-রুনি হত্যাকাণ্ডের অনুপ্রেরণায় তৈরি। টিজার প্রকাশের পর সেই ধারণা আরও জোরালো হয়।
দর্শকদের কাছে রহস্যঘেরা এই সত্যকাহিনিনির্ভর ফিল্মটি নিয়ে আগ্রহ এখন তুঙ্গে।