Your Ads Here 100x100 |
---|
খবরের দেশ ডেস্কঃ
অফশোর ব্যাংকিং ইউনিটে (ওবিইউ) রাখা বৈদেশিক মুদ্রা এখন থেকে জামানত হিসেবে ব্যবহার করে দেশে কার্যরত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে টাকায় ঋণ দেওয়ার অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও তাঁদের ওবিইউ অ্যাকাউন্টে রাখা ডলার জামানত রেখে দেশে টাকায় ঋণ নিতে পারবেন।
বৃহস্পতিবার (৩ জুলাই) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়, অনিবাসী হিসাবধারীদের ওবিইউতে রাখা বৈদেশিক মুদ্রা ডমেস্টিক ব্যাংকিং ইউনিটের মাধ্যমে টাকায় ঋণ প্রদানের ক্ষেত্রে জামানত হিসেবে ব্যবহার করা যাবে।
বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি নাগরিক, বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠান, প্রবাসী বাংলাদেশি ও বিদেশে নিবন্ধিত কোম্পানিগুলো ওবিইউতে বৈদেশিক মুদ্রায় আমানত রাখতে পারেন। তবে ঋণ দেওয়ার ক্ষেত্রে নিশ্চিত হতে হবে—ঋণগ্রহীতা ও হিসাবধারীর মধ্যে যৌক্তিক সম্পর্ক রয়েছে। যেমন: প্রবাসী ও তাঁদের স্থানীয় সুবিধাভোগী, বিদেশি শেয়ারহোল্ডার বা বিনিয়োগকারী।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, এই ঋণ শুধু স্বল্পমেয়াদি চলতি মূলধন বাবদ দেওয়া যাবে এবং জামানতের ওপর মাশুল নেওয়া যাবে না। প্রয়োজনে মুদ্রা বিনিময় হারের ঝুঁকি মোকাবিলায় কিছু অংশ মার্জিন হিসেবে রাখা যাবে। ঋণ পরিশোধ না হলে আনুষ্ঠানিকতা অনুসরণ করে জামানতের অর্থ নগদায়ন করা যাবে।
তবে ওবিইউ পরিচালিত আন্তর্জাতিক ব্যাংকিং অ্যাকাউন্টে থাকা অর্থ জামানত হিসেবে ব্যবহারের অনুমতি নেই বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।