26.2 C
Dhaka
শুক্রবার, জুলাই ৪, ২০২৫

অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে বিএনপির জনপ্রিয়তা পরিষ্কার হবে: রুহুল কবির রিজভী

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

খবরের দেশ ডেস্কঃ

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে দেশের মানুষ বিএনপির প্রকৃত জনপ্রিয়তা স্বতঃস্ফূর্তভাবেই বুঝতে পারবে। তিনি বলেন, ‘বিএনপি যুগ যুগ ধরে জনগণের কাছে এক অন্যতম জনপ্রিয় রাজনৈতিক দল।’

শুক্রবার (৪ জুলাই) নয়া পল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী।

রিজভী আরও বলেন, ‘গণতন্ত্র যখনই সংকট ও ষড়যন্ত্রের শিকার হয়েছে, তখনই বেগম খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অসাধারণ ভূমিকা পালন করেছেন। গণতন্ত্রের পরম সৌন্দর্য হলো সহিষ্ণুতা।’

তিনি আরও জোর দিয়ে বলেন, ‘যেকোনো অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দলের কেউ যেন সন্ত্রাসী কার্যকলাপে জড়ায় না, এজন্যই কঠোর নিয়ন্ত্রণ চলছে। অপরাধী কাউকে ছাড় দেয়া হবে না। বিএনপির অপরাধ ও অনৈতিক কাজের বিষয়ে জিরো টলারেন্স নীতি আছে।’

এ সময় রিজভী জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে সারাদেশে কয়েকজন নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রিজভীর এ মন্তব্য বিএনপির নির্বাচন প্রস্তুতি ও অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার উদ্যোগের দিক নির্দেশক হিসেবে দেখা হচ্ছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

ফোন না ধরলে ট্রাম্প রাগ করতে পারেন: মন্তব্য করে হাসালেন পুতিন

  আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে শুক্রবার (৪ জুলাই) এক ফোনালাপ নির্ধারিত হয়েছিল, যা...