26.7 C
Dhaka
শুক্রবার, জুলাই ৪, ২০২৫

যশোরে বজ্রপাতে ফুটবল খেলতে এসে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

খবরের দেশ ডেস্কঃ

যশোরের সদর উপজেলার ইছালি ইউনিয়নের কামারগন্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শুক্রবার (৪ জুলাই) সকালে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে মিশকাত রহমান সুলতান (১২) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়।

নিহত সুলতান একই গ্রামের বাসিন্দা, রাসেল হোসেনের ছেলে এবং ইছালি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিলেন। তার মা সেলিনা বেগম জানান, স্কুল ছুটির পর সুলতান কয়েকজন বন্ধুর সঙ্গে মাঠে ফুটবল খেলছিল। সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ বৃষ্টি শুরু হয়। খেলাধুলার সময় বজ্রপাত হলে সুলতান গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জুবাইদা আফসানা জানান, বজ্রপাতে সুলতানের মৃত্যু হয়েছে এবং তার শরীরের কিছু অংশ ঝলসে গেছে।

স্থানীয়রা এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছে এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। বজ্রপাতের কারণে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় এলাকায় সতর্কতা বৃদ্ধি করার আহ্বান জানানো হয়েছে।

পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। শিক্ষার্থী ও এলাকাবাসীর পক্ষ থেকে দ্রুত প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে যেন ভবিষ্যতে এমন দুর্ঘটনা আর না ঘটে।

- Advertisement -spot_img
সর্বশেষ

ফোন না ধরলে ট্রাম্প রাগ করতে পারেন: মন্তব্য করে হাসালেন পুতিন

  আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে শুক্রবার (৪ জুলাই) এক ফোনালাপ নির্ধারিত হয়েছিল, যা...