Your Ads Here 100x100 |
---|
বিনোদন ডেস্কঃ
বলিউড অভিনেতা অভিষেক বচ্চন একের পর এক নেতিবাচক মন্তব্যের শিকার। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, অনেক সময় এমনও হয়েছে যে, কেউ তাঁকে চিনতে পারেননি বা চিনলেও কোনো উন্মাদনা দেখায়নি। ‘আমি একজন তারকা, মানুষ হয়তো স্বাক্ষর চাইবে, ছবি তুলবে’— এমন আশা ছিল। কিন্তু একবার হোটেলের লবিতে যখন হাঁটছিলাম, সেখানে কেউ আমার দিকে তাকিয়েও না, কোনো উত্তাপ বা উন্মাদনা ছিল না। সেই বাস্তবতাও মেনে নিয়ে এগিয়ে যেতে হয়, বলেন অভিষেক।
অভিষেক বচ্চন অভিনয় জীবনের শুরু থেকেই বাবার সঙ্গে তুলনার চাপের মধ্যে আছেন। একের পর এক তির্যক মন্তব্যে তার মনও আঘাত পেত। তিনি বলেন, ‘ধুম’ ছবির পর একটু বদল আসে, তারপর থেকেই আরও কঠোর পরিশ্রমের তাগিদ বেড়ে যায়। জীবনের ওঠাপড়ার মধ্য দিয়ে তিনি শিখেছেন, ব্যর্থতা থেকেই সাফল্যের শুরু হয়।
অভিষেক আরও বলেন, ‘অভিনেতারা আদতে দুর্বল। বাইরে থেকে আমরা শক্তিশালী মনে হতে পারি, কিন্তু ভিতর থেকে ভীতু শিশুর মতো। আমরা সবসময় মানুষের প্রতিক্রিয়ার অপেক্ষায় থাকি।’
সাক্ষাৎকারে তিনি যোগ করেন, ‘সময় আমাকে শিখিয়েছে, সবাইকে খুশি করা সম্ভব না। ভালো লাগলে থাকুন, না হলে কেটে পড়ুন। যেদিন আমি এই বিশ্বাস হারাবো, সেদিন আমার অভিনয় জীবনের শেষ শুরু হবে।’
অভিষেক বচ্চনের দৃঢ় মনোবল ও বাস্তবতার মুখোমুখি এই বক্তব্য দর্শকদের কাছে শক্তি ও অনুপ্রেরণার উৎস।