26.2 C
Dhaka
শুক্রবার, জুলাই ৪, ২০২৫

রাজনৈতিক অস্থিরতায় স্থগিত হতে পারে ভারত সিরিজ, বিসিবির বড় ক্ষতি আশঙ্কা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

স্পোর্টস ডেস্কঃ

বিশ্ব ক্রিকেটের অন্যতম বড় বাজার ভারত। তাই অন্য দেশগুলো ভারতীয় দলের বিপক্ষে সিরিজ খেলতে মুখিয়ে থাকে। বাংলাদেশও ছিল ভারত সিরিজ নিয়ে নানা পরিকল্পনা করছে। তবে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার কারণে সেই সিরিজ বাতিল হওয়ার আশঙ্কা প্রবল হয়ে উঠেছে।

ভারত ঘেঁষা আওয়ামী লীগ সরকারের পতনের পর দুই দেশের সম্পর্ক জটিলতা বাড়ায় ভারত বাংলাদেশের বিপক্ষে ক্রীড়া আয়োজনেও বিরূপ মনোভাব দেখাচ্ছে। আগস্টে হওয়ার কথা ছিল ভারত-বাংলাদেশ সিরিজ, যা বাতিল হলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বড় আর্থিক ক্ষতির মুখে পড়বে।

বিসিবির কাছে ভারতীয় সিরিজ ছিল ২০২৪ থেকে ২০২৭ পর্যন্ত মিডিয়া স্বত্ব একত্রে বিক্রির একটি বড় প্যাকেজের অংশ। ভারতের মতো বড় দলের উপস্থিতি থাকায় প্যাকেজটির বাজারমূল্য ছিল যথেষ্ট উচ্চ। তবে ভারত না আসায় ওই প্যাকেজের আকর্ষণ কমে যাবে বলে মনে করছেন কর্মকর্তারা।

ফলে বিসিবি এখন বিকল্প পরিকল্পনা করছে। আগামী জুলাইয়ে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের হোম টি-টোয়েন্টি সিরিজের জন্য আলাদাভাবে মিডিয়া স্বত্ব বিক্রি করা হচ্ছে।

বিসিবির এক কর্মকর্তা বলেন, “আমরা বাজার গবেষণার মাধ্যমে যথাযথ সময় নিয়ে সিদ্ধান্ত নেব। এখনই তাড়াহুড়ো করার প্রয়োজন নেই। ভিন্ন ভিন্ন সিরিজের জন্য আলাদা চুক্তি হতে পারে।”

ভারতীয় এক সম্প্রচার সংস্থা ক্রিকবাজ জানায়, বিসিবি আপাতত ভারত সিরিজ বাতিল ঘোষণা করেছে এবং মিডিয়া স্বত্বের জন্য টেন্ডার গ্রহণ করছে না। পাকিস্তান সিরিজের মিডিয়া স্বত্ব বিক্রি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

ফোন না ধরলে ট্রাম্প রাগ করতে পারেন: মন্তব্য করে হাসালেন পুতিন

  আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে শুক্রবার (৪ জুলাই) এক ফোনালাপ নির্ধারিত হয়েছিল, যা...