Your Ads Here 100x100 |
---|
বিনোদন ডেস্কঃ
ভারত-পাকিস্তান সম্পর্কের উত্তেজনার মধ্যেই ফের পাকিস্তানি তারকাদের নিষিদ্ধের দাবিতে হইচই শুরু হয়েছে ভারতে। গত এক মাসে দুই দেশের সম্পর্ক তীব্রভাবে খারাপ হওয়ায় পাক শিল্পীদের ওপর নতুন করে নিষেধাজ্ঞার ঝড় উঠেছে।
পেহেলগাম-কাণ্ডের পর ভারতীয় কর্তৃপক্ষ পাকিস্তানি তারকাদের সামাজিক যোগাযোগমাধ্যম থেকে নিষিদ্ধ করে। হানিয়া আমির, আতিফ আসলাম, মাহিরা খান, ফাওয়াদ খান, মাওরা হোসেনের মতো জনপ্রিয় তারকাদের ভারতীয় অনুরাগীরা আর দেখতে পারেননি। কিন্তু ১ জুলাই হঠাৎ করে মাওরার ইনস্টাগ্রাম পাতা ভারতে খোলা যায়, যা অনেকে যান্ত্রিক গোলযোগের ফল বলে মন্তব্য করেছেন।
কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও, গতকাল (৩ জুলাই) মাওরা ও উমনার মতো তারকাদের সামাজিক মাধ্যমের পাতা ফের নিষিদ্ধ করা হয়েছে। সামাজিক মাধ্যম কর্তৃপক্ষ জানিয়েছে, এ পাতা বন্ধ করার জন্য আইনগত কারণ রয়েছে।
অল ইন্ডিয়া সিনে ওয়ার্কারস অ্যাসোসিয়েশন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে দাবি জানিয়েছে, পাক অভিনেতাদের সামাজিক মাধ্যম থেকে সারাজীবন নিষিদ্ধ করার জন্য ব্যবস্থা নিতে। তারা বলেছে, ‘পাকিস্তানি তারকারা ভারতবিরোধী মন্তব্য করে সম্পর্ক নষ্ট করছে।’
২০১৬ সালে ‘সনম তেরি কসম’ ছবির মাধ্যমে বলিউডে প্রবেশ করা মাওরা ভারতীয় দর্শকদের মধ্যে জনপ্রিয় হলেও, সাম্প্রতিক ঘটনার পর থেকে তারকা এবং তাদের সামাজিক মাধ্যম নিষিদ্ধকরণের দাবি জোরদার হয়েছে।
ভারত-পাকিস্তান সম্পর্কের সংকটের প্রেক্ষিতে এবার পাকিস্তানি তারকাদের ওপর কঠোর অবস্থানের মাধ্যমে সাংস্কৃতিক যোগাযোগও প্রভাবিত হচ্ছে।