31 C
Dhaka
শনিবার, জুলাই ৫, ২০২৫

‘আমি মা হতে চাই’, -জায়েদ খানকে বললেন তিশা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
নিউইয়র্ক থেকে প্রকাশিত প্রবাসী বাংলা গণমাধ্যম ঠিকানা এবার নতুন টক শো নিয়ে হাজির হচ্ছে— ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’। এই অনুষ্ঠানে নিয়মিত সঞ্চালক হিসেবে থাকছেন চিত্রনায়ক জায়েদ খান। প্রতি শুক্রবার রাতের পর্দায় তিনি হাজির হবেন এক ভিন্নধর্মী পরিবেশনায়।
গতকাল ৪ জুলাই শুরু হয়েছে এই টক শোর প্রথম পর্ব।
যেখানে হাজির ছিলেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। কথোপকথনের একপর্যায়ে উপস্থাপক জায়েদ খান তিশার আগামীর লক্ষ্য জানতে চাইলে তিশা বলেন, তিনি মা হতে চান।

টক শোতে জায়েদ খান তিশাকে প্রশ্ন করেন, ‘পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চাও?’ তিশা জবাব দেন, ‘আই উইল বি আ মাদার। এরমধ্যে আমি বিয়ে করবো।মা হবো।’

তিশা আরো বলেন, ‘দেখুন এভাবে হয় তো কেউ বলবে না, যেভাবে আমি বলেছি। কারণ, মানুষের প্রফেশনাল লাইফের সঙ্গে পারসোনাল লাইফটাও গুরুত্বপূর্ণ। সেটিকে এড়িয়ে চলার সুযোগ নেই।লুকানোরও কিছু নেই।’

উল্লেখ্য, প্রতি শুক্রবার রাতে জায়েদ খান পর্দায় হাজির হবেন অনুষ্ঠানটি নিয়ে। জানা গেছে, স্বদেশ ও প্রবাসী— দুই প্রজন্মের দর্শকদের কাছে পৌঁছানোর লক্ষ্যে সাজানো এই অনুষ্ঠানে থাকছে তারকাদের একান্ত সাক্ষাৎকার, প্রবাস জীবনের সংগ্রাম ও সাফল্যের গল্প, সামাজিক বাস্তবতা ও নতুন প্রজন্মের ভাবনার প্রতিফলন।

- Advertisement -spot_img
সর্বশেষ

কুবি উপাচার্যের চীন সফর অনিশ্চিত, সরকারি ছাড়পত্র জটিলতা

  কুবি প্রতিনিধিঃ চীনের উচ্চশিক্ষা বিষয়ক এক সরকারি প্রতিনিধি দলে থাকার কথা থাকলেও এখনো সরকারি ছাড়পত্র (জিও) না পাওয়ায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের...