- Advertisement -
Your Ads Here 100x100 |
---|
খবরের দেশ ডেস্ক :
কলামিস্ট ও সাংবাদিক আনিস আলমগীর বলেছেন, জুলাই-আগস্টের অভ্যুত্থানে জন আকাঙ্ক্ষা ছিল, শুধু আমেরিকা এই অভ্যুত্থান ঘটিয়ে দিয়েছে সেটা বলে যাবে না। তবে অবশ্যই আমেরিকার ভূমিকা এখানে ছিল। সম্প্রতি একটি টকশো অনুষ্ঠানে তিনি একথা বলেন।
তিনি বলেন, যখন আপনার দুর্বলতা থাকে তখন অন্যরা সেই দুর্বলতায় সুযোগ নেয়।
মার্কিন প্রশাসনের সঙ্গে আওয়ামী লীগ সরকারের বিরোধ ছিল, সেই বিরোধ তারা কাজে লাগিয়েছেন। বরাবরই দেখা গেছে মার্কিন সরকার আওয়ামী লীগ সরকারের সঙ্গে কখনো ভালো সম্পর্ক রাখেনি।
আন্দোলনে যুক্তরাষ্ট্র কী করেছে এমন প্রশ্নের জবাবে আনিস আলমগীর বলেন, আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে তারাই বলছেন— তাদের সঙ্গে মিটিং হয়েছে, তাদের কাছে অর্থ ছিল; এগুলো তো এখন তারা স্বীকার করছে।
তিনি বলেন, মার্কিন প্রশাসন ইন্ধন ছিল এটা অস্বীকার করার কোনো উপায় নেই।