31 C
Dhaka
শনিবার, জুলাই ৫, ২০২৫

‘আমি মনে করি গার্সিয়া ও এমবাপ্পে একসঙ্গে খেলতে পারে’

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খেলাধুলা ডেস্ক :
ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে রিয়াল মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপ্পেকে শুরুর একাদশে রাখা নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি। মাদ্রিদের কোচ জাবি আলোনসো জানিয়েছেন, এমবাপ্পে প্রথম একাদশে থাকবেন কি না, সেই সিদ্ধান্ত নেওয়া হবে ম্যাচের দিন সকালে।
ফরাসি এই বিশ্বকাপজয়ী তারকা এখনো গ্যাস্ট্রোএন্টারাইটিস থেকে পুরোপুরি সেরে উঠেননি বলেও জানান কোচ।
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শুক্রবার সংবাদ সম্মেলনে আলোনসো বলেন, ‘সে আগের চেয়ে অনেকটাই ভালো।
গত তিন দিন ধরে তার উন্নতি হচ্ছে। কাল সকালে আমরা সিদ্ধান্ত নেব সে শুরুর একাদশে থাকবে কি না।’

 

এর আগে, মায়ামিতে গত মঙ্গলবার জুভেন্টাসের বিপক্ষে ১-০ গোলের জয়ের ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে টুর্নামেন্টে অভিষেক হয় এমবাপ্পের। তখনই গ্যালারি মুখর হয়ে ওঠে করতালিতে, যা প্রমাণ করে বিশ্বজুড়ে তার জনপ্রিয়তা।

এমবাপ্পের অনুপস্থিতিতে দলে আলো ছড়িয়েছেন একাডেমি থেকে উঠে আসা ২১ বছর বয়সী গনসালো গার্সিয়া। টুর্নামেন্টে এখন পর্যন্ত তিন গোল ও এক অ্যাসিস্ট করে রিয়াল মাদ্রিদের অন্যতম ভরসা হয়ে উঠেছেন এই তরুণ ফরোয়ার্ড। জুভেন্টাসের বিপক্ষে জয়সূচক গোলটিও এসেছে তার পা থেকে।

আলোনসো বলেন, ‘আমি মনে করি গার্সিয়া ও এমবাপ্পে একসঙ্গে খেলতে পারে।

যদি দলের প্রয়োজন হয়, আমি তাই করব।’

 

শনিবার কোয়ার্টার ফাইনালে আলোনসোর দল মুখোমুখি হবে দুর্দান্ত ছন্দে থাকা বরুশিয়া ডর্টমুন্ডের।

আলোনসো বলেন, ‘ডর্টমুন্ড খুব ভালো দল। কোচ নিকো কোভাচ দায়িত্ব নেওয়ার পর থেকেই তারা উন্নতির পথে। আমরা কঠিন এক প্রতিপক্ষের মুখোমুখি হচ্ছি… কালকের ম্যাচটা খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।

- Advertisement -spot_img
সর্বশেষ

জমি দখল মামলায় যুবলীগ নেতার বিরুদ্ধে অভিযোগ, নিরাপত্তাহীনতায় বাদীপক্ষ

  নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে যুবলীগ নেতা আলতাফ হোসেন আজাদের বিরুদ্ধে জমি দখল ও হামলার অভিযোগে মামলা করার...