পারসা ইভানা অভিনয়টা যথেষ্ট সুন্দর করেই করতে পারেন। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাওয়া নতুন কন্টেন্ট মির্জার গুরুত্বপূর্ণ একটা চরিত্রে চমৎকার অভিনয় করেছেন এই অভিনেত্রী। পারসা ইভানা যে অভিনয়টা সবসময় খুব ভালোভাবে করার চেষ্টা করেন এই অভিনেত্রীর অভিনয় দেখলে সেটাও খুব ভালোভাবেই বোঝা যায়।
সম্প্রতি নিজের ফেসবুকে ইভানা লিখেন-
“আপনারা যেমন আমায় মিস করেন, আমি তার থেকেও বেশি মিস করি আমার কাজকে।ভালো কিছু করতে গেলে মাঝেমধ্যে একটু বিরতি দরকার হয়।এই দূর দেশে এসেছি অভিনয়ের প্রশিক্ষণ নিতে —শুধু আপনাদের জন্য, যেন আরও ভালো কিছু উপহার দিতে পারি।আমার জন্য দোয়া করবেন সবাই।জীবন অনেক কিছু নিয়ে যায়,তবু হেরে গেলে চলবে না।ফিরে আসতেই হবে —নতুন করে, নতুন রূপে…”