31.4 C
Dhaka
রবিবার, জুলাই ৬, ২০২৫

ভোলায় ৭ কোটি টাকার অবৈধ মালামাল জব্দ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

ভোলা প্রতিনিধিঃ

ভোলায় প্রায় সাত কোটি টাকার অবৈধ কারেন্ট জাল, নিষিদ্ধ পলিথিন, আতশবাজি ও শুল্ক ফাঁকি দেওয়া বিদেশি সিগারেট জব্দ করেছে কোস্ট গার্ড দক্ষিণ জোন।

শনিবার (৫ জুলাই) সকালে কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৪ জুলাই) বিকেল ৫টার দিকে কোস্ট গার্ড দক্ষিণ জোনের ভোলা বেইস কর্তৃক সদর উপজেলার কালীনাথ রায়ের বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এস.এ পরিবহন কুরিয়ার সার্ভিসের ঢাকা-ভোলা রুটের একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে ২০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল, ৮০ কেজি পলিথিন, ৫ হাজার ৮৮৯টি আতশবাজি এবং ১৯ হাজার ৬০০ শলাকা বিদেশি সিগারেট জব্দ করা হয়। এসব পণ্যের বাজারমূল্য প্রায় ৭ কোটি ৮ লাখ টাকা।

জব্দকৃত জাল উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয়। পলিথিন পরিবেশ অধিদপ্তর, সিগারেট কাস্টমস বিভাগ এবং আতশবাজি থানায় হস্তান্তর করা হয়।

কোস্ট গার্ড জানায়, উপকূলীয় এলাকায় শৃঙ্খলা রক্ষা ও চোরাচালান রোধে তাদের টহল অব্যাহত রয়েছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

প্রধানমন্ত্রীর মুখপাত্র বরখাস্ত, নেতানিয়াহুর স্ত্রীর সঙ্গে দ্বন্দ্বের গুঞ্জন

  আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে ওয়াশিংটন সফরের ঠিক আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মুখপাত্র ওমের দোস্ত্রি...