31 C
Dhaka
শনিবার, জুলাই ৫, ২০২৫

কুবি উপাচার্যের চীন সফর অনিশ্চিত, সরকারি ছাড়পত্র জটিলতা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

কুবি প্রতিনিধিঃ

চীনের উচ্চশিক্ষা বিষয়ক এক সরকারি প্রতিনিধি দলে থাকার কথা থাকলেও এখনো সরকারি ছাড়পত্র (জিও) না পাওয়ায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলীর সফর অনিশ্চয়তার মুখে পড়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, চীনের কুনমিং, উহান ও গুয়াংজুর পাঁচটি বিশ্ববিদ্যালয়ে আগামী ৬ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত উচ্চশিক্ষা বিষয়ক আলোচনা ও চুক্তি স্বাক্ষরের জন্য ২০ সদস্যের একটি প্রতিনিধি দল চীন সফরে যাচ্ছে। এতে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফয়েজ নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধি দলে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ ও শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা রয়েছেন।

কুবি উপাচার্য গত ২৫ জুন সফরের জন্য সরকারি ছাড়পত্রের আবেদন করলেও এখন পর্যন্ত তা অনুমোদিত হয়নি। ফলে তিনি চীন সফরে অংশ নিতে পারবেন কি না, তা অনিশ্চিত হয়ে পড়েছে। একই সমস্যা দেখা দিয়েছে শাবিপ্রবির উপাচার্য ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরীর ক্ষেত্রেও।

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) নুরুন আখতার প্রথম আলোকে বলেন, “আমরা গত বৃহস্পতিবারই ফাইলের সামারি তৈরি করেছি। চ্যান্সেলরের অনুমোদন এখনো আসেনি, তাই ছাড়পত্র দেওয়া যাচ্ছে না।”

- Advertisement -spot_img
সর্বশেষ

সঞ্চয়পত্রের মুনাফা বাড়ালে তারল্য সংকট হতে পারে: অর্থ উপদেষ্টা

  খবরের দেশ ডেস্কঃ সঞ্চয়পত্রের মুনাফার হার বাড়ালে দেশের ব্যাংকিং খাতে তারল্য সংকট তৈরি হতে পারে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের...