Your Ads Here 100x100 |
---|
কুবি প্রতিনিধিঃ
চীনের উচ্চশিক্ষা বিষয়ক এক সরকারি প্রতিনিধি দলে থাকার কথা থাকলেও এখনো সরকারি ছাড়পত্র (জিও) না পাওয়ায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলীর সফর অনিশ্চয়তার মুখে পড়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, চীনের কুনমিং, উহান ও গুয়াংজুর পাঁচটি বিশ্ববিদ্যালয়ে আগামী ৬ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত উচ্চশিক্ষা বিষয়ক আলোচনা ও চুক্তি স্বাক্ষরের জন্য ২০ সদস্যের একটি প্রতিনিধি দল চীন সফরে যাচ্ছে। এতে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফয়েজ নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধি দলে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ ও শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা রয়েছেন।
কুবি উপাচার্য গত ২৫ জুন সফরের জন্য সরকারি ছাড়পত্রের আবেদন করলেও এখন পর্যন্ত তা অনুমোদিত হয়নি। ফলে তিনি চীন সফরে অংশ নিতে পারবেন কি না, তা অনিশ্চিত হয়ে পড়েছে। একই সমস্যা দেখা দিয়েছে শাবিপ্রবির উপাচার্য ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরীর ক্ষেত্রেও।
এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) নুরুন আখতার প্রথম আলোকে বলেন, “আমরা গত বৃহস্পতিবারই ফাইলের সামারি তৈরি করেছি। চ্যান্সেলরের অনুমোদন এখনো আসেনি, তাই ছাড়পত্র দেওয়া যাচ্ছে না।”