Your Ads Here 100x100 |
---|
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে যুবলীগ নেতা আলতাফ হোসেন আজাদের বিরুদ্ধে জমি দখল ও হামলার অভিযোগে মামলা করার পর নিরাপত্তাহীনতায় পড়েছেন বিএনপি নেতার পরিবার।
শনিবার সকালে মুছাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাফেজ আবদুল হক শাহজাহান, তার ভাই মামলার বাদী সাবেক ইউপি সদস্য মাহবুবুর রহমানসহ পরিবারের সদস্যরা স্থানীয় সাংবাদিকদের এসব অভিযোগ জানান।
তাদের দাবি, গত ৩০ জুন যুবলীগ নেতা আলতাফ হোসেন আজাদ সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে মোল্লা বাজারসংলগ্ন আমেরিকা প্রবাসী মহিউদ্দিনের মালিকানাধীন ও ভোগদখলীয় জমি জোরপূর্বক দখলের চেষ্টা করেন। এ সময় বাধা দিতে গেলে স্থানীয় সমাজপতি ও সাবেক ইউপি সদস্য আবদুল হাইসহ চারজন আহত হন।
স্থানীয়রা আজাদকে আটক করে গণপিটুনির পর পুলিশে সোপর্দ করেন। পরে মাহবুবুর রহমান বাদী হয়ে আজাদসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন।
মামলা দায়েরের পর থেকে আসামিপক্ষ মামলা তুলে নেওয়ার জন্য বাদী ও তার পরিবারকে হুমকি দিয়ে যাচ্ছে। এতে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান ভুক্তভোগীরা।
শনিবার সকালে বসুরহাটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়। উপস্থিত ছিলেন মুছাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাফেজ শাহজাহান, আহত আবদুল হাই, স্বেচ্ছাসেবক দলের নেতা শাহজালালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।