Your Ads Here 100x100 |
---|
আন্তর্জাতিক ডেস্কঃ
যুক্তরাষ্ট্রের টেক্সাসে গুয়াডালুপ নদীর তীরে আকস্মিক বন্যায় অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ২৩ থেকে ২৫ জন কিশোরী, যারা একটি গার্লস সামার ক্যাম্পে অংশ নিয়েছিল।
গত শুক্রবার ভোরে আকস্মিক এই দুর্যোগ শুরু হয়। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট জানিয়েছেন, উদ্ধার অভিযান চলছে এবং যতদিন প্রয়োজন, ততদিন তা চলবে।
গভর্নর অ্যাবট বলেন, “আমরা এই শিশুদের খুঁজে পেতে আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি।”
স্থানীয় সময় ভোর ৪টার দিকে প্রচণ্ড বৃষ্টিপাতে মাত্র ৪৫ মিনিটে গুয়াডালুপ নদীর পানি ২৬ ফুট পর্যন্ত বেড়ে যায়। ফলে নদীর তীরবর্তী ক্যাম্প মিস্টিকসহ কয়েকটি আবাসিক এলাকা, আর.ভি. পার্ক ও ক্যাম্পগ্রাউন্ড প্লাবিত হয়।
ক্যাম্প মিস্টিকে ৭৫০ জনেরও বেশি শিশু ছিল। তাদের মধ্যে ২৩ জন এখনো নিখোঁজ। বাকিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এখন পর্যন্ত ২৩৭ জনকে উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে ১৬৭ জনকে হেলিকপ্টারে নেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন সতর্ক করেছে, সান আন্তোনিও থেকে ওয়াকো পর্যন্ত এলাকায় আগামী ৪৮ ঘণ্টা নতুন করে বন্যা দেখা দিতে পারে।
উল্লেখ্য, কের কাউন্টি ও পার্শ্ববর্তী অঞ্চলে স্বাধীনতা দিবসের সব অনুষ্ঠানের বাতিল ঘোষণা করা হয়েছে।
সূত্র: রয়টার্স