31.4 C
Dhaka
রবিবার, জুলাই ৬, ২০২৫

জোটার শেষ বিদায়ে লিভারপুলের সতীর্থদের চোখে জল

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

স্পোর্টস ডেস্কঃ

মাত্র কয়েক সপ্তাহ আগে বিয়ের পিঁড়িতে বসেছিলেন দিয়োগো জোটা। সে সুখ স্মৃতি এখন শোকের ভারে ম্লান। গত বৃহস্পতিবার ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো লিভারপুল ও পর্তুগাল জাতীয় দলের এই ফরোয়ার্ডের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেন সতীর্থ ও স্বজনেরা।

শনিবার, পর্তুগালের উত্তরাঞ্চলের ছোট শহর গন্দোমারে আয়োজিত এই অন্ত্যেষ্টিতে অংশ নেন লিভারপুল অধিনায়ক ভার্জিল ফন ডাইক, গোলরক্ষক কাওইমিন কেলাহের ও কোচ আরনে স্লট। জোটার লাল জার্সির নম্বর ২০ খচিত পুষ্পস্তবক হাতে তাঁরা উপস্থিত হন গির্জায়। আরেকটি স্তবকে ছিল জোটার ভাই আন্দ্রে সিলভার জার্সির নম্বর ৩০। তিনিও একই দুর্ঘটনায় মারা যান।

সকাল থেকে গির্জার বাইরে জড়ো হয়েছিলেন শত শত গন্দোমারবাসী। গির্জায় ঢোকার সময় উপস্থিত সবাই নীরব, বাইরে দাঁড়িয়ে মানুষেরা করতালিতে জানায় শেষ শ্রদ্ধা।

পর্তুগাল জাতীয় দলের সতীর্থ বার্নার্ডো সিলভা ও ব্রুনো ফার্নান্দেসও উপস্থিত ছিলেন। বার্নার্দো বলেন, “জোটা আমাদের হৃদয়ে চিরকাল থাকবে। সকালের নাশতা থেকে রাতের গেমিং—সব জায়গাতেই আমরা ওকে মনে রাখব।”

পর্তুগালের বিশপ মানুয়েল লিন্ডা বলেন, “ভালোবাসায় গড়া ঐক্য মৃত্যুর চেয়েও শক্তিশালী।”

জানা গেছে, জোটা ও তার ভাই স্পেন থেকে ফেরিতে করে ব্রিটেনে যাচ্ছিলেন। মধ্যরাতে টায়ার বিস্ফোরণে ল্যাম্বরগিনি গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে আগুন ধরে যায়।

সূত্র: রয়টার্স

- Advertisement -spot_img
সর্বশেষ

লাগামহীন লুটপাট আওয়ামী লীগ আমলের বড় নিদর্শন”—উপদেষ্টা আসিফ

  খবরের দেশ ডেস্কঃ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় লাগামহীন লুটপাট আওয়ামী লীগ আমলের বড় একটি নিদর্শন—এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও...