28.4 C
Dhaka
শনিবার, জুলাই ৫, ২০২৫

১০১ বছর পর সেইনে নদীতে সাঁতারের সুযোগ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
আন্তর্জাতিক ডেস্কঃ

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, শত বছর পর আবারও প্যারিসের ঐতিহাসিক সেইনে নদীতে জনসাধারণের জন্য সাঁতার কাটার অনুমতি দেওয়া হয়েছে। শনিবার সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই অসংখ্য প্যারিসবাসী নদীর পাড়ে ভিড় জমান এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, শহরের তিনটি নির্ধারিত স্থানে প্রতিদিন ১,০০০ জনেরও বেশি মানুষ এই সুযোগ পাবেন। সাঁতার চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত।

প্যারিসের ডেপুটি মেয়র (সেইন নদী বিষয়ক) পিয়ের রাবাদান বলেন, “আমরা অত্যন্ত আনন্দিত যে, আমাদের প্রতিশ্রুতি রক্ষা করতে পেরেছি। যারা সন্দেহ করেছিল, তাদের ভুল প্রমাণ করতে পেরে গর্বিত।”

২০২৪ সালের অলিম্পিক গেমস উপলক্ষে সেইনের পানির মান উন্নয়নে ব্যাপক কাজ করা হয়। বসানো হয়েছে নতুন স্যুয়ার লাইন, আধুনিক করা হয়েছে পানি পরিশোধন ব্যবস্থা এবং নির্মাণ করা হয়েছে বড় আকারের বৃষ্টির পানি সংরক্ষণাগার, যেন অতিবৃষ্টিতে পানি দূষিত না হয়।

যদিও কিছু ইভেন্টে বৃষ্টির কারণে দেরি হয়েছিল, শেষ পর্যন্ত প্রতিযোগিতা সফলভাবে হওয়ায় জনসাধারণের মাঝে নদীতে সাঁতারের ব্যাপারে আস্থা তৈরি হয়েছে।

সাঁতারের মৌসুমে প্রতিদিন পানির মান পরীক্ষা করা হবে। সেই অনুযায়ী লাল বা সবুজ পতাকা তুলে জানিয়ে দেওয়া হবে সাঁতার অনুমোদিত কি না।

প্যারিসের বাইরেও সেইন ও মার্ন নদীতে আরও ১৪টি সাঁতারের জায়গা চালু করা হচ্ছে। এর মধ্যে দুটি জুন মাসেই খুলে দেওয়া হয়েছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

১২ দেশের ওপর নতুন শুল্ক নির্ধারণ করলেন ট্রাম্প

  আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১২টি দেশের ওপর নতুন শুল্ক হার নির্ধারণের জন্য একটি চিঠিতে স্বাক্ষর করেছেন। আগামী সোমবার...