27.2 C
Dhaka
রবিবার, জুলাই ৬, ২০২৫

সঞ্চয়পত্রের মুনাফা বাড়ালে তারল্য সংকট হতে পারে: অর্থ উপদেষ্টা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

খবরের দেশ ডেস্কঃ

সঞ্চয়পত্রের মুনাফার হার বাড়ালে দেশের ব্যাংকিং খাতে তারল্য সংকট তৈরি হতে পারে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

শনিবার দুপুর দেড়টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, “যদি সঞ্চয়পত্রের মুনাফা হার বাড়ানো হয়, তাহলে সবাই ব্যাংক থেকে টাকা তুলে সঞ্চয়পত্রে বিনিয়োগ করবে। এতে ব্যাংকগুলো তারল্য সংকটে পড়তে পারে। তাই এমন সিদ্ধান্ত নেওয়ার আগে ভারসাম্য রক্ষা জরুরি।”

তিনি বলেন, ব্যাংকগুলোর মধ্যে যেগুলো খারাপ অবস্থায় আছে, সেগুলোকে পুনর্বাসনের চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংক। ইসলামী ব্যাংকের উদাহরণ দিয়ে তিনি বলেন, সেখানে গ্রাহকদের আস্থা ফিরতে শুরু করেছে।

ড. সালেহউদ্দিন আরও জানান, ব্যাংকিং খাতের অনিয়ম একদিনে হয়নি। বহু বছর ধরে নানা অনিয়ম চলেছে, অনেকে টাকা নিয়েও ফেরত দেয়নি। এ ধরনের ভয়াবহতা বিশ্বের খুব কম দেশেই দেখা যায়।

এ সময় তিনি ‘ব্যাংক রেজুলেশন অ্যাক্ট’-এর কথা উল্লেখ করে বলেন, এর মাধ্যমে গ্রাহকদের অর্থ ফেরত নিশ্চিত করাই সরকারের অঙ্গীকার।

এনবিআরের অস্থিরতা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, সমস্যা সমাধানে আলোচনা চলছে। ইতোমধ্যে পাঁচ সদস্যের একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. দিদারুল আলম, নবীনগর ইউএনও রাজীব চৌধুরী এবং অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক প্রমুখ।

- Advertisement -spot_img
সর্বশেষ

পুলিশকে অন্ধকার যুগে নিয়ে গেছেন শেখ হাসিনা

  খবরের দেশ ডেস্কঃ বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি সংকটে পড়েছে ফ্যাসিস্ট সরকারব্যবস্থার কারণে—এমন মন্তব্য করেছেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।...